Rose Powder: ত্বকের সমস্যা ভোগাচ্ছে? ব্যবহার করে দেখুন ঘরে বানানো গোলাপের পাউডার, ফলাফল মিলবেই

Rose Petals: গোলাপ পাউডারের সাহায্যে ত্বককে হবে নিমিষেই সতেজ। এর জন্য জলের সঙ্গে গোলাপের গুঁড়ো মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। তারপর এই পেস্টটি মুখে লাগান এবং শুকিয়ে গেলে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটির ব্যবহার করলে মুখে তাত্ক্ষণিক উজ্জ্বলতা পেতেই পারেন।

Rose Powder: ত্বকের সমস্যা ভোগাচ্ছে? ব্যবহার করে দেখুন ঘরে বানানো গোলাপের পাউডার, ফলাফল মিলবেই
গোলাপের পাউডার

| Edited By: Sneha Sengupta

Sep 13, 2023 | 11:23 AM

ত্বকের যত্নে গোলাপের ব্যবহার বেশ সাধারণ ও পরিচিত। তাই অনেকেই বাজার চলতি গোলাপ জল, গোলাপের ফেস প্যাক, স্ক্রাব এবং রোজ অয়েল ব্যবহার করেন। তবে অনেকসময়ই এতে উপস্থিত রাসায়নিক আপনার ত্বকের ক্ষতি করে। তাই এই ধরনের বাজার চলতি গোলাপের প্রসাধনী ব্যবহার না করে ভরসা রাখুন ঘরোয়া উপায়ে। অনেকেই হয়তো জানেন না যে গোলাপের পাপড়ি ব্যবহার করে ঘরেই তৈরি করা যায় গোলাপ পাউডার। যা আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। এবং উপকারও পাবেন। তাই এবার জেনে নিন কীভাবে তৈরি করবেন এই পাউডার এবং এর কী-কী উপকারিতা রয়েছে…

গোলাপের পাপড়িতে প্রচুর পরিমাণে ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন কে, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। যেগুলো ত্বকের জন্য ভীষণভাবে উপকারী। গোলাপের পাপড়ি থেকে তৈরি পাউডারএ ব্যবহার করলে আপনি পেতে পারেন দারুণ ফলাফল। আসুন জেনে নেওয়া যাক কী সেগুলি…

মুখে গোলাপী আভা আসে:

মুখে গোলাপী আভা আনতে, গোলাপ পাউডারকে স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন। এর জন্য গোলাপের পাপড়ির গুঁড়োয় চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। এবার মুখে ও ঘাড়ে লাগান। তারপর হালকা হাতে মুখে ম্যাসাজ করে কিছুক্ষণ পর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে আপনার মুখ স্বাভাবিকভাবেই উজ্জ্বল হবে।

ডার্ক সার্কেল দূর হয়:
চোখের নিচের কালো দাগ দূর করতে গোলাপ পাউডার ব্যবহার করতে পারেন। এর জন্য গোলাপের গুঁড়োতে দুধ মিশিয়ে ডার্ক সার্কেলের উপর লাগান এবং শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। এতে আপনার ডার্ক সার্কেলের সমস্যা কমতে শুরু করবে।

মুখে থাকবে সতেজতা:
গোলাপ পাউডারের সাহায্যে ত্বককে করতে পারেন নিমিষেই সতেজ। এর জন্য জলের সঙ্গে গোলাপের গুঁড়ো মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। তারপর এই পেস্টটি মুখে লাগান এবং শুকিয়ে গেলে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটির ব্যবহার করলে মুখে তাত্ক্ষণিক উজ্জ্বলতা পেতে পারেন।

ব্রণ এবং দাগ থেকে মুক্তি:
মুখের ব্রণ এবং দাগ থেকে মুক্তি পেতে, আপনি গোলাপ এবং চন্দনের ফেসপ্যাক ভীষণ উপকারী। এর জন্য গোলাপের গুঁড়োয় চন্দন গুঁড়ো ও দুধ মিশিয়ে মুখে লাগান। এবার ১৫-২০ মিনিট রেখে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে উপস্থিত অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ত্বককে পরিষ্কার ও দাগহীন করতে সাহায্য করবে।