Hair Fall Remedy: অঝোরে চুল পড়ে টাক পড়ে যাচ্ছে? মাত্র ১৫ দিনে সমস্যা মিটবে এই সামান্য হেয়ার অয়েলেই

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jan 17, 2023 | 6:36 AM

Hair Oil at Home: অঝোরে চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া ভেষজ তেলই একমাত্র মোক্ষম উপায়। বাজারে এই তেল পাওয়া যায় না।

Hair Fall Remedy: অঝোরে চুল পড়ে টাক পড়ে যাচ্ছে? মাত্র ১৫ দিনে সমস্যা মিটবে এই সামান্য হেয়ার অয়েলেই

Follow Us

চুল (Hair) হল নারীর সৌন্দর্য। শুধু নারীরই নয়, পুরুষের কাছেও গুরুত্বপূর্ণ। কিন্তু মাথা ভরা ঘন চুলই এখন স্বপ্নের আনাচে-কানাচে দেখা মেলে। দূষণ, অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে চুলের অবস্থা দফারফা হয়। নানারকম নামী-দামি ব্র্যান্ডের শ্যাম্পু, হেয়ার অয়েল ব্যবহার করার পরও মনের মত চুলের শ্রী ফিরে আসে না। শুধু তাই নয়, চুল পড়া (Hairfall) একটি স্বাভাবিক ঘটনা। চুল আঁচড়ানোর সময় চিরুনিতে গুচ্ছের চুল পড়ে থাকে, স্নানের পর বাথরুমের মেঝেতে অনেক চুল ঝরে পড়তে দেখলে মনে মনে মাথায় টাক পড়ার আশঙ্কাই জন্মায়। বাজারে বিভিন্ন হ্যাকস ও প্রতিকার রয়েছে যা চুলের গুরুতর পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করে। কিন্তু চুল পড়ার মত সমস্যার কোনও সমাধান হয় না। স্বাস্থ্যকর চুলের জন্য মানুষ কত কিছুই না করে। অঝোরে চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া ভেষজ তেলই (Hair Oil At Home) একমাত্র মোক্ষম উপায়। বাজারে এই তেল পাওয়া যায় না। শুধুমাত্র চুল পড়া বন্ধ করতেই নয়, স্বাস্থ্যকর চুলকে বৃদ্ধি করতে ও সমস্যা মেটাতে বাড়িতেই হেয়ার অয়েল বানিয়ে নিতে পারেন। আয়ুর্বেদ অনুসারে, মাত্র ১৫ দিনের মাথাতেই চুল পড়া বন্ধ করতে সক্ষম এই সাধারণ হেয়ার অয়েল। কীভাবে বানাবেন, সপ্তাহে কতবার ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করলে উপকার পাবেন, তার বর্ণনা এখানে দেওয়া রইল।

চুল পড়ার সমস্যা রোধে ভেষজ হেয়ার অয়েল বানান বাড়িতেই। কীভাবে করবেন, কী কী লাগবে, তা জেনে নিন এখানে…

উপাদান

নারকেল তেল ১ চা চামচ,

২ চা চামচ অলিভ অয়েল,

ক্যাস্টর অয়েল ১ চা চামচ,

১টি ভিটামিন ই ক্যাপসুল

পদ্ধতি

একটি পাত্রে সব উপকরণ মিশিয়ে নিন। এরপর চুলের গোড়ায়, স্ক্যাল্পে ও গোটা চুলে এই তেল ব্যবহার করতে পারেন। যদি সম্ভব হয় পুরনো টুথব্রাশও ব্যবহার করতে পারেন। রাতে শোওয়ার আগে মাথায় তেল মেখে একটি ক্যাপ পড়ে নিন। সারারাত রেখে পরের দিন সকালে শ্যাম্পু করে নিন।

এই চুলের তেল ব্যবহারের উপকারিতা

– এক মাসে চুলের বৃদ্ধি হয় দ্বিগুণ।

– চুলের গঠন এবং চকচকে ভাব তৈরি হয়।

– মাথার ত্বকের মধ্যে কোষগুলিকে সক্রিয় করে তোলে।

– খুশকির সমস্যা রোধ করতে এই ভেষজ তেল খুব কাজের।

-চুলের ঘনত্ব বাড়ায়।

– মাথার ত্বকে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে।

Next Article