
যে কোনও স্কিন কেয়ার প্রোডাক্ট দেশীয় টোটকার কাছে হার মানবে। যুগ যুগ ধরে রূপচর্চায় প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়ে আসছে। চুলের গোড়া মজবুত করা থেকে শুরু করে, ত্বকের জেল্লা বাড়ানোর ক্ষেত্রে মা-ঠাকুমারা ভরসা রেখেছিলেন হলুদ-নিম-চন্দনের উপর। এমনকী ট্যান দূর করতেও তাঁরা ব্যবহার করতেন উবটান। এখন বাজারে ট্যান দূর করার জন্য বিভিন্ন ফেসপ্যাক, ব্লিচিং এফেক্ট যুক্ত পণ্য পাওয়া যায়। আবার অনেক পণ্য ‘উবটান’ লিখেও বিক্রি হয় বাজারে। কিন্তু প্রাকৃতিক উপাদানে তৈরি উবটানকে টেক্কা দেওয়ার মতো পণ্য নেই।
ত্বকের জেল্লা বাড়ানো, ট্যান দূর করা, ত্বককে পরিষ্কার করে তোলার ক্ষেত্রে উবটান সবচেয়ে বেশি কার্যকর। উবটানের মধ্যে শুধুই প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়। এর জেরে ত্বকের উপর বিভিন্ন উপায়ে কাজ করে উবটান। উবটান ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে, যা ত্বকে এনে দেয় সতেজতা, মসৃণতা ও উজ্জ্বলতা। উবটানে যে সব উপাদান থাকে, তার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। তাই উবটান ব্যবহার করে আপনি ত্বকের যাবতীয় দাগছোপ দূর করে ফেলতে পারবেন।
ত্বকের কোনও সমস্যা না থাকলেও আপনি উবটান ব্যবহার করতে পারেন। ত্বকের গভীরে গিয়ে যাবতীয় ময়লা, তেল পরিষ্কার করে দেয় উবটান। ব্রণ ও ত্বকের অন্যান্য সমস্যাকে প্রতিরোধ করে উবটান। তাছাড়া উবটানের মধ্যে দুধ, দই বা মধু থাকায় ত্বককে ময়েশ্চারাইজ করতেও সাহায্য করে। অর্থাৎ উবটান মেখে আপনি পেয়ে যেতে পারেন নরম ও মসৃণ ত্বক। পাশাপাশি ঠেকাতে পারবেন বলিরেখা, সূক্ষ্মরেখার মতো ত্বকের বার্ধক্য।
আপনি যদি উবটান তৈরির পদ্ধতি না জেনে থাকেন, এই টিপস রইল আপনার জন্য-
উবটান তৈরি জন্য প্রয়োজন ২ চামচ বেসন, এক চিমটে হলুদ ও কেশর, ১ চামচ কাঁচা দুধ, ১ চামচ মধু আর গোলাপ জল। দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে রাখুন। বেসনের সঙ্গে কেশর ভেজানো দুধ, হলুদ ও মধু মিশিয়ে দিন। এরপর যদি মনে হয় আপনি উবটানটা আরও পাতলা করবেন তাহলে পরিমাণ বুঝে গোলাপ জল মিশিয়ে দিন। উবটানে আপনি দুধের বদলে দইও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে গোলাপ জল আপনাকে মেশাতেই হবে।
ত্বকের উপর উবটান প্রয়োগ করার আগে মুখ ধুয়ে নিন। মেকআপ থাকলে তা তুলে ফেলুন। এরপর মুখে উবটান লাগিয়ে হালকা হাতে মালিশ করুন। এরপর ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এর জন্য মুখের উপর শুকিয়ে যাবে উবটান। কিন্তু খেয়াল রাখবেন সম্পূর্ণরূপে যেন উবটান না শুকায়। সেমি-ড্রাই অবস্থায় ভিজে হাতে পুনরায় মালিশ করুন। এটি আপনার ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করবে। এবার ইষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন করে আপনি উবটান ব্যবহার করতে পারেন। কিছুদিনের মধ্যেই আপনি ত্বকের উপর প্রভাব লক্ষ্য করতে পারবেন।