২১ বছর পর দেশে মিস ইউনিভার্স খেতাব জিতলেন পঞ্জাবের ২১ বছর বয়সি তরুণী হারনাজ সান্ধু। সুস্মিতা সেন ও লারা দত্তের পর তৃতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মুকুট জিতেছেন হারনাজ। ইজরায়েলের এলিয়েটে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হারনাজ সব দেশকে ছাপিয়ে বিশ্বের দামি মুকুটটি হাসিল করেন নিজের সৌন্দর্যে ও প্রতিভায়। ১৯৯৪ সালে প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্সের খেতাব জেতেন বঙ্গতনয়া সুস্মিতা সেন।
প্যারাগুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে জয়ের মুকুট ছিনিয়ে নেন পঞ্জাবের এক অখ্যাত গলির এই তরুণী। বিশ্বব্যাপী লাইভ-স্ট্রিম হওয়া ওই জনপ্রিয় ইভেন্টে মেক্সিকো থেকে প্রাক্তন মিস ইউনিভার্স ২০২০ আন্দ্রেয়া মেজা তাঁকে মুকুটটি পরিয়ে দেন। নয়া গ্লোবাল আইকন হারনাজের সৌন্দর্য নিয়ে এখন বিশেষ করে চর্চিত হচ্ছে। নিজের ত্বককে উজ্জ্বল ও সুস্থ রাখতে হারনাজ সাধারণ ৪টি ধাপে স্কিন কেয়ার রুটিন মেনে চলেন। উজ্জ্বল ও সৌন্দর্যের গোপন রহস্যটা কী?
প্রথম ধাপ- ক্লিনজিং মিল্ক
হারনাজের মতে, প্রথম ধাপের মধ্যে রয়েছে ক্লিনজিং মিল্ক ব্যবহার। তিনি বলেন, “আমি মনে করি এটি ব্যবহার করা আমার ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি ছাড়া আমি কখনই আমার ঘর থেকে বের হতে পারি না।” সদ্য মিস ইউনিভার্স ক্লিনজিং মিল্ক সারা মুখে লাগানোর পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “আমি একজন মেয়ে, যে তাঁর ত্বকের যত্ন নিতে পছন্দ করে। আর তার জন্য আমি অনেক পণ্য ব্যবহার করি না।” হারনাজ বলেছেন যে তার শুষ্ক এবং সংবেদনশীল ত্বক। আর সেই ত্বকের যত্ন নিতে ত্বককে ক্লিনজিং মিল্ক হাইড্রেটেড থাকতে সাহায্য করে।
দ্বিতীয় ধাপ- ব্যালেন্সিং টোনার
হারনাজের মতে, টোনার সবসময় মুখের মধ্যে ট্যাপ করা উচিত। কখনওই তা ঘষা উচিত নয়। ব্যালেন্সিং টোনার ত্বককে ময়শ্চারাইজ করতে এবং নরম করতে সাহায্য করে এবং তারুণ্য ধরে রাখে।
তৃতীয় ধাপ- অ্যাক্টিভ ময়েশ্চারাইজার
সারাদিন ত্বককে হাইড্রেট রাখতে ও প্রাকৃতিক আভা দিতে সবসময় ময়েশ্চারাইজার ব্যবহার করা দরকার। তাণঁর কথায়, প্রতিদিন ময়শ্চারাইজ করা চরম শুষ্কতা বা তৈলাক্ততা হওয়ার সম্ভাবনা কমাতে পারে।