হিমালয়ান পিঙ্ক সল্ট বা গোলাপী লবণের সুন্দর রঙের আকর্ষণে মোহিত হবেন নিশ্চয়। বিশ্বের সবচেয়ে বিশুদ্ধতম সমুদ্রের লবণ এটি। অনেক খাবার তৈরিতে এই লবণের ব্যবহার করা হয়, তবে এই লবণের বিশেষ গুণ থাকায় শরীরের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর বলে মানা হয়। খাঁটি ও প্রাকৃতিক গোলাপী লবণ পাকিস্তানের হিমালয় পর্বতের পাদদেশ সবচেয়ে বেশি পাওয়া যায়। এই লবণের প্রক্রিয়া কম হওয়ায় লুনের সব গুণই বর্তমান থাকে। এতে ভরপুর রয়েছে ম্যাগনেসিয়াম ও পটাসিয়ামের মতো খনিজ পদার্থ। শুধু স্বাস্থ্যের জন্য নয়, ত্বকের সৌন্দর্য বৃদ্ধির জন্যও এই আশ্চর্যজনক উপাদান দারুণ কার্যকরী। সৌন্দর্য পরিচর্চায় হিমালয়ান গোলাপী লবণের সুবিধা কী কী রয়েছে, তা দেখে নিন এখানে…
হাইড্রেটিং টোনার
ত্বকের যত্নের রুটিনে টোনার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই টোনারের কাজ সহজ করতে এই অসাধারণ গুণসম্পন্ন লবণের সাহায্য অনস্বীকার্য। এই লবণ ত্বককে টানটান করতে, মুখের ত্বকের তুলনামূলক বড় ছিদ্রগুলি অদৃশ্য করতে সাহায্য করে। আধ চা চামচ হিমালয়ান পিঙ্ক সল্টের সঙ্গে এক চা চামচ নারকেল তেল ও ২ ফোঁটা লেবুর রস, আধ কাপ বিশুদ্ধ পানীয় মিশিয়ে একটি দুর্দান্ত টোনার বানান। এবার একটি স্প্রের বোতল পরিস্কার করে তাতে টোনার ঢেলে ব্যবহার করুন।
পিএইচ স্তরের ভারসাম্য-
হিমালয়ান পিঙ্ক সল্টে উপস্থিত প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্যগুলি ত্বকের জ্বালা ও ব্রেকআউট নিরাময় ও প্রশমিত করতে অত্যন্ত উপকারী। প্যাক বানানোর জন্য একটি পাত্রে ২ চা চামচ গোলাপী লবণের সঙ্গে ৪ চা চামচ কাচা দুধ মেশান। এবার এই ফেস প্যাকটি চোখ বাদ দিয়ে মুখের সর্বত্র ব্যবহার করুন। ১০-১৫ মিনিট অপেক্ষা করার পর ওয়াশক্লথ গরম জলে ভিজিয়ে রেখে কয়েক সেকেন্জ মুখের উপর রেখে দিতে হবে। এক মিনিট পর মাস্কটি ঘষে ধুয়ে ফেলতে হবে। আপনার ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এই দুরন্ত ফেসপ্যাকটি।
ময়লা ও মৃতকোষগুলি এক্সফোলিয়েট করে
হিমালয়ান পিঙ্ক সল্ট স্ক্রাবার হিসেবে অত্যন্ত পরিচিত একটি উপাদান। ত্বকের উপরিভাগ থেকে ময়লা ও মৃতকোষগুলি নির্মূল করে ত্বককে শিশুর মতো কোমল করে তোলে। একটি পাত্রের মধ্যে সূক্ষ্ম দানাদার হিমালয়ান পিংক সল্ট ও আধ কাপ নারকেল তেল এক সঙ্গে মিশিয়ে নিন। তাতে এক মুঠো শুকনো গোলাপের পাপড়ি ও ১০ ফোঁটা জেরোনিয়াম তেল যোগ করুন। একসঙ্গে মিশিয়ে একটি প্যাক বানান। চমত্কার স্ক্রাবার হিসেবে ব্যবহার করুন।
স্বাস্থ্যকর ও সাদা ঝকঝকে দাঁতের জন্য
খনিজ-সমৃদ্ধ হিমালয়ান পিংক সল্ট স্বাস্থ্যকর ও সুন্দর দাঁতের জন্য বিশেষ কার্যকরী। মুখ পরিস্কার উপাদান হিসেবে তো বটেই, মুখের অভ্যন্তর পরিস্কার করে দুর্গন্ধ দূর করার জন্যও এই উপাদান ভীষণ কাজে দেয়। একটি সহজ পদ্ধতিতে একটি পরিস্কার বোতলের মধ্যে এক চা চামচ হিমালয়ান হোলাপী লবণ. এক কাপ বিশুদ্ধ জল, ও কয়েক ফোঁটা গোলমরিচের তেল যোগ করে ভালভাবে ঝাঁকিয়ে নিতে হবে। নিয়মিত মাউথ ওয়াশ হিসেবে এটি ব্যবহার করতে পারেব অনায়াসে।
খুসকি ও চুলকানি থেকে রেহাই পেতে
খুশকির সমস্যা থাকেল দু চা চামচ হিমালয় লবণ ও ২ চা চামচ পছন্দের শ্যাম্পু একসঙ্গে মিশিয়ে ব্যবহার করলে উপকার পাবেন।
আরও পড়ুন: দীপিকার মতো মসৃণ ও উজ্জ্বল ত্বক পেতে সপ্তাহে ২ বার এই ‘ম্যাজিক’ ফেসমাস্ক লাগান, তফাতটা বুঝতে পারবেন