Neem Oil For Hair: পাতা বেটে নয় তেল বানিয়েই মাথায় মাখুন টানা এক সপ্তাহ, খুশকি পালাবে ৭ দিনেই
Neem Oil Benefits: স্ক্যাল্পের যে কোনও ফাঙ্গাল ইনফেকশন ঠেকাতে কাজে আসে নিমের তেল

খুশকির সমস্যা, চুল পড়ে যাওয়া, চুল উঠে যাওয়া, হাত দিলেই মুঠো মুঠো চুল উঠে আসা এমন অভিযোগ সকলেই করেন। যতই মাথায় দামি শ্যাম্পু, তেল এসব ব্যবহার করা হোক না কেন খুশকির সমস্যা কিছুতেই দূর হতে চায় না। যত বেশি চুলে রাসায়নিক ব্যবহার করা হয় ততই যেন চুল উঠে যেতে থাকে। চুল পড়ে গেলে, মাথা ফাঁকা হয়ে গেলে দেখতে মোটেই ভাল লাগে না। আর তাই এই সমস্যার সহজ সমাধান দরকার। আগেকার দিনে চুলের এত বেশি সমস্যা ছিল না। সকলের মাথাতেই একরকাশ কাল চুল থাকত। এমনকী চুল পড়ে যাওয়ার সমস্যাও খুব কম ছিল। আর তাই বাড়িতেই বানিয়ে নিন বিশেষ এই তেল। এই তেলে চুল পড়ার সমস্যা যেমন কমবে তেমনই খুশকির সমস্যারও সমাধান হয়ে যাবে।
এই তেলের মধ্যে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল গুণ। এই সময় শরীরে নানা রকম সংক্রমণের সম্ভাবনা থেকে যায়। আর তাই নিম তেল খুবই ভাল এই সময়ে।
নিম গাছের ফল থেকেই পাওয়া যায় নিম তেল। নিম তেলের প্রধান দুই উপাদান আজাদিরচটিন এবং ট্রাইটারপেনয়েড। এদের অ্যান্টিসেপটিক, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিহিস্টামাইন এবং অ্যান্টিপাইরেটিক গুণ অনেক সমস্যাই সমাধান করতে পারে।
খাঁটি নিম তেলে বিটা-সিটোস্টেরল, ক্যাম্পেস্টেরল এবং স্টিগমাস্টেরলের মতো উপাদান থাকে। এছাড়াও আছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকালয়েড। যা আপনার চুল ভালো রাখতে ও স্ক্যাল্পের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।
এছাড়াও নিম তেলের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড চুলের হাল ফেরাতে সাহায্য করে। রুক্ষ্ম চুলের জন্য তা খুবই ভাল। এই তেল চুলে গোড়া থেকে পুষ্টি জোগায়। রুক্ষ, শুষ্ক, ড্যামেজ হয়ে যাওয়া চুলের হাল ফেরাতে খুব বেশি সময় লাগে না। উকুন তাড়াতেও ঘরোয়া টোটকা হিসেবে নিমপাতা ব্যবহার করা হয়। যে কোনও তেলের সঙ্গে মিশিয়ে নিন নিমের এই তেল। এবার এই দুই তেল একসঙ্গে মিশিয়ে তা মাথায় মালিশ করুন। তারপর ১-২ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন। এতেও কিন্তু সমস্যার অনেক সমাধান হয়ে যায়।
