Orange For Skin: মাত্র ১৫ মিনিটেই বাড়বে জেল্লা! কমলালেবুর সঙ্গে মিশিয়ে এই ৫ ফেসপ্যাক বানান বাড়িতে
Glowing Skin: কমলালেবুতে রয়েছে পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি-এর মত উপাদান। শীত চলে যাওয়ার আগে সারা বছরের জন্য কমলালেবুর ফেসপ্যাক কীভাবে বানিয়ে রাখবেন, তা এখানে জেনে নিন...
প্রাকৃতিকভাবে ত্বককে উজ্জ্বল ও সুস্থ রাখতে কে না চায়! কোনও ধরনের মেকআপ না করে উজ্জ্বল ত্বক (Glowing Skin) কীভাবে বজায় রাখা যায়, তার জন্য রয়েছে প্রচুর উপায়। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ত্বকে সবসময় প্রাকৃতিক জিনিসই ব্যবহার করা প্রয়োজন। ঘরোয়া উপায়ে (Home Remedies) কমলালেবুর ফেসপ্যাক (Orange Facepack)ব্যবহার করা খুব সাধারণ একটি ঘটনা। কমলালেবুতে রয়েছে পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি-এর মত উপাদান। কমাললেবুর গুণের জেরে মুখের দাগ, ত্বকের মৃতকোষ , ব্রণ, ট্যান নির্মূল করে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধি করে। শীত চলে যাওয়ার আগে সারা বছরের জন্য কমলালেবুর ফেসপ্যাক কীভাবে বানিয়ে রাখবেন, তা এখানে জেনে নিন…
কমলালেবুর রস
একটি পাত্রে তাজা কমলালেবুর রস বের করে রেখে দিন। ২ চা চামচ কমলার রস নিয়ে এক চামচ জলে গুলে রেখে দিন। এরপর তুলোর বল বা প্যাডের সাহায্যে গোটা মুখে লাগিয়ে নিন। কয়েক মিনিটের জন্য আলতো ছোঁয়ায় আঙুল দিয়ে ম্যাসাজ করুন। ১০ থেকে ১২ মিনিটের জন্য রেখে গিয়ে স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বা ৩বার এই প্যাক লাগাতে পারেন। চটজলদি ত্বকের জেল্লা বাড়াতে কমলালেবুর এই প্যাক ব্য়বহার করা সবচেয়ে সহজ পদ্ধতি।
কমলালেবু ও হলুদের ফেসপ্যাক
অ্যান্টিব্যাকটেরিয়াল গুণে ভরপুর এই ফেসপ্যাকটি ব্রণের সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে পারেন। কমলালেবুর খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন। এরপর ১ চা চামচ কমলার গুঁড়ার মধ্যে এক চিমটে হলুদ মিশিয়ে গোলাপজল দিয়ে পেস্ট তৈরি করুন। মুখে ১৫ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন।
কমলালেবুর রস ও পেঁপের ফেসপ্যাক
কমলালেবুর রসের সঙ্গে পেঁপে মেশানো ফেসপ্যাকের গুণে ব্রণ ও ট্যান দ্রুত নির্মূল হয়ে। এর জন্য প্রথমে একটি কমলালেবু খোসা ছাড়িয়ে নিন। তারপর এই খোসা আধ কাপ পেঁপের সঙ্গে গ্রাইন্ডারে পিষে মুখে ও ঘাড়ে লাগান। ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই ফেসপ্যাক লাগান, উপকার পাবেন।
কমলালেবুর রস ও দইয়ের ফেসপ্য়াক
যাদের তৈলাক্ত ত্বক, তারা এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। অতিরিক্ত তেল শুষে নেওয়ার জন্য প্রথমে এক টেবিলস্পুন কমলালেবুর খোসার পাউডারের সঙ্গে দই বা গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে প্রায় ২বার এই ফেসপ্যাকটি ব্যবহার করলে ত্বকের উন্নতি দেখতে পাবেন।
কমলা ও বেসন ফেসপ্যাক
এই ফেসপ্যাক মুখের পিএইচ ব্যালেন্স স্বাভাবিক করতে সাহায্য করে। ত্বকের পিগমেন্টেশন নির্মূল করতেও সাহায্য করে। একটি বাটি নিয়ে তাতে এক চা চামচ বেসন গুঁড়ো, এক চা চামচ গোলাপ জল এবং ২ চা চামচ কমলালেবুর রস মিশিয়ে নিন। ২০ মিনিট মুখে লাগিয়ে তারপর ধুয়ে ফেলুন।