
চুলে তেল দিলে তবেই চুল তাজা থাকে। এখন অনেকেই রোজ চুলে চেল দেন না। চুলে তেল দেওয়ার অভ্যাস চলে গিয়েছে। কাজের প্রয়োজনে সকলকেই বাড়ির বাইরে বেরোতে হয়। রোজ চুলে তেল দিয়ে তো বাইরে বেরনো যায় না। শ্যাম্পু, কন্ডিশনার, চুলে স্ট্রেটনিং, হেয়ার পলিশিং এই সবের চক্করে পড়ে অনেকেই চুলে তেল লাগাতে ভুলে যান। এবার যেদিন শ্যাম্পু করা হয় তার আগের দিন তেল গরম করে চুলে মালিশ করে সারারাত রেখে দেওয়া হয়। এই সারারাত চুলে তেল দিয়ে রাখার অভ্যাস কতটা যুক্তিযুক্ত? অনেকের ধারণা সারারাত চুলে তেল দিয়ে রাখলে তবেই চুলে ভাল করে তেল ঢোকে। সত্যিই কি এভাবে চুলের গোড়ায় পুষ্টির যোগান দেওয়া যায়?
বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত স্ক্যাল্পে তেল মালিশ করলে তবেই চুল ভাল থাকে। নইলে চুল অনেক তাড়াতাড়ি পড়ে যেতে পারে। সারারাত চুলে তেল দিয়ে রাখলেই যে চুলের কোয়ালিটি ভাল হয়ে যায় এমনটা একেবারেই নয়। চিকিৎসকেরা বলছেন, চুলে তেল দিয়ে ঘুমোলে উপকারের চেয়ে ক্ষতিই বেশি হয়। চুলে তেল লাগালে চুলোর গোড়া দুর্বল থাকে। চুলে টান পড়ে। ফলে গোড়া থেকে তা আলগা হয়ে যায়। আর তেল লাগালে চুলের গোড়া এতটাই দুর্বল থাকে যে ঘষা লাগলেও চুল ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সব সময় বালিশ, চাদর ঠিক ভাবে পরিষ্কার থাকে না। বালিশে, চাদরে ধুলো লেগেই থাকে। সেই ধুলো লাগা চাদর ব্যবহার করলে চুলে ধুলো আটকে যেতে পারে।
স্ক্যাল্পে তেল লাগানোর আগে ভাল করে স্ক্যাল্পের প্রকৃতি পরীক্ষা করে নিন। শুষ্ক স্ক্যাল্প হলে একরকম এবং তৈলাক্ত স্ক্যাল্প হলে একরকম। চুল যদি পাতলা আর রুক্ষ্ম হয় তাহলে সপ্তাহে তিনদিন তেল মাখুন। এরপর অবশ্যই মনে করে শ্যাম্পু করে নেবেন। বেশি তেল মাখলেই যে চুল ভাল থাকবে এরকম নয়। চুলে মেপে তেল দিন। অতিরিক্ত তেলও চুলের জন্য একেবারেই ভাল নয়। স্ক্যাল্পে অল্প তেল মালিশ করে নিন। এরপর চুলের গোড়ায় তেল লাগিয়ে নিন। এতেই চুল ভাল থাকবে।