Winter party make up: পার্টিতে ন্যুড মেকআপ পছন্দ? তাহলে এই টিপসগুলো কাজে লাগতে পারে…

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Dec 12, 2022 | 3:48 PM

Make Up Tips: কী ভাবে শীতের দিনে করবেন পার্টি মেকআপ?

1 / 6
ন্যুড মেকআপ বা ন্যাচারাল মেকআপই আজকাল অধিকাংশের প্রথম পছন্দ। ন্যাচারাল মেকআপে সেজে উঠতে পারলে আর কিছুই চান না তাঁরা।

ন্যুড মেকআপ বা ন্যাচারাল মেকআপই আজকাল অধিকাংশের প্রথম পছন্দ। ন্যাচারাল মেকআপে সেজে উঠতে পারলে আর কিছুই চান না তাঁরা।

2 / 6
পিচ, গোলাপি, ক্যারামেল, কোরাল এই সব রং এখন বেশ ট্রেন্ডিং। তবে এই নো মেকআপ লুকই সবচেয়ে চ্যালেঞ্জিং। ঠিক করে মেকআপ না বসলে মোটেই দেখতে ভাল লাগে না।

পিচ, গোলাপি, ক্যারামেল, কোরাল এই সব রং এখন বেশ ট্রেন্ডিং। তবে এই নো মেকআপ লুকই সবচেয়ে চ্যালেঞ্জিং। ঠিক করে মেকআপ না বসলে মোটেই দেখতে ভাল লাগে না।

3 / 6
আর তাই মেকআপ শুরু করার আগে মেনে চলুন এই কয়েকটি টিপস। মুখ পরিষ্কার করে প্রথমে টোনার লাগিয়ে নিতে হবে। এরপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে।

আর তাই মেকআপ শুরু করার আগে মেনে চলুন এই কয়েকটি টিপস। মুখ পরিষ্কার করে প্রথমে টোনার লাগিয়ে নিতে হবে। এরপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে।

4 / 6
ঠোঁটে প্রথমে লিপ বাম লাগিয়ে নিতে হবে। এরপর লিপ লাইনার দিয়ে এঁকে লিপস্টিক লাগিয়ে নিন।

ঠোঁটে প্রথমে লিপ বাম লাগিয়ে নিতে হবে। এরপর লিপ লাইনার দিয়ে এঁকে লিপস্টিক লাগিয়ে নিন।

5 / 6
ত্বকের সঙ্গে মানানসই ফাউন্ডেশন বেছে নিতে হবে। চোখের তলায় দাগছোপ থাকলে বা ফোলাভাব থাকলে কনসিলার লাগিয়ে নিতে ভুলবেন না। চোখের উপরের পাতায় বেজ রঙের আইশ্যাডো লাগান। চোখের ভাঁজ পর্যন্তই লাগাবেন, তার উপরে নয়।

ত্বকের সঙ্গে মানানসই ফাউন্ডেশন বেছে নিতে হবে। চোখের তলায় দাগছোপ থাকলে বা ফোলাভাব থাকলে কনসিলার লাগিয়ে নিতে ভুলবেন না। চোখের উপরের পাতায় বেজ রঙের আইশ্যাডো লাগান। চোখের ভাঁজ পর্যন্তই লাগাবেন, তার উপরে নয়।

6 / 6
শিমার রঙের আইশ্যাডো সব সময় সঙ্গে রাখুন। তাই দিয়েই চোখের উপর ভাল করে ব্লেন্ড করে নিতে হবে। আই ব্রো পেনসিল দিয়ে যত্ন করে ভ্রু এঁকে নিতে হবে। সবশেষে মাস্কারা আর মেকআপ সেটিং স্প্রে করে নিতে পারলেই সব কমপ্লিট।

শিমার রঙের আইশ্যাডো সব সময় সঙ্গে রাখুন। তাই দিয়েই চোখের উপর ভাল করে ব্লেন্ড করে নিতে হবে। আই ব্রো পেনসিল দিয়ে যত্ন করে ভ্রু এঁকে নিতে হবে। সবশেষে মাস্কারা আর মেকআপ সেটিং স্প্রে করে নিতে পারলেই সব কমপ্লিট।

Next Photo Gallery
Mild Cleanser: বাজার চলতি ফেসওয়াশে ত্বকের বেহাল দশা? মাত্র ২টো উপাদান দিয়ে বানিয়ে নিন ক্লিনজার
Vitamin E for Winter Skin: শীতে ভিটামিন ই-র সঙ্গে বন্ধু পাতান, ত্বকের সমস্যা চিরতরে দূর হবে