Henna Benefits: রং না করিয়ে পাকা চুল ঢাকতে হেনা ব্যবহার করুন, মিলবে আরও ৩ উপকারিতা
Hair Care Tips: প্রাচীনকাল থেকে চুলের যত্নে হেনা ব্যবহার করা হয়। এমনকী যখন পার্লারে গিয়ে চুলে রং করানোর ট্রেন্ড ছিল না, তখনও মানুষ পাকা চুল ঢাকতে এই প্রাকৃতিক উপাদানেরই সাহায্য নিতেন। পাকা চুলের পাশাপাশি হেনা ব্যবহার করলে আর কী উপকারিতা পাওয়া যায়, জানুন...

চুলই হল একমাত্র জিনিস, যার স্টাইল আপনি ঘন ঘন পরিবর্তন করতে পারবেন। এতে পরিবর্তন হবে আপনার লুকও। আবার চুল হল এমন একটি জিনিস, যার যত্ন না নিলেই রুক্ষ-শুষ্ক হয়ে যায়। পাশাপাশি চুল পড়া, খুশকির সমস্যা দেখা দেয়। আর যে বিষয়টি সবচেয়ে বেশি বিরক্ত করে তোলে তা হল পাকা চুল। ধূসর চুল ট্রেন্ডে থাকলেও কেউই অল্প বয়সে পাকা চুল পছন্দ করেন না। আর এই সাদা চুলকে ঢাকতে অনেকেই কেমিক্যালের সাহায্য নেন। রং করিয়ে নেন। কিন্তু এতে আরও চুলের ক্ষতি হয়। তার চেয়ে সাহায্য নিন হেনার।
প্রাচীনকাল থেকে চুলের যত্নে হেনা ব্যবহার করা হয়। এমনকী যখন পার্লারে গিয়ে চুলে রং করানোর ট্রেন্ড ছিল না, তখনও মানুষ পাকা চুল ঢাকতে এই প্রাকৃতিক উপাদানেরই সাহায্য নিতেন। তাছাড়া হেনা হল এমন একটি প্রতিকার, যার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। বরং, হেনা মাখলে চুলে কী-কী উপকার পাওয়া যায়, চলুন জেনে নেওয়া যাক।
১) পাকা চুল ঢাকতে সাহায্য করে- চুলের রং পুনরায় কালো করতে হেনা দারুণ উপযোগী। আসলে হেনার নিজস্ব রং রয়েছে, যা চুলে লাগালে ধূসর রং ঢাকা পরে যায়। যদিও হেনার লাগালে সম্পূর্ণরূপে কালো চুল পাওয়া যায় না। তাই হেনার সঙ্গে কফি গুঁড়ো মিশিয়ে ব্যবহার করুন। আর হেনাটা আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখুন। এতে ভাল ফল পাবেন।
২) প্রাকৃতিক কন্ডিশনার- হেনা চুলের উপর প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। হেনার মধ্যে ভিটামিন ই রয়েছে, যা স্ক্যাল্পের খেয়াল রাখে। এই ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। তবে, হেনা ব্যবহারের পর কেমিক্যাল যুক্ত শ্যাম্পু ব্যবহার করবেন না। ভেষজ শ্যাম্পু ব্যবহার করুন।
৩) স্ক্যাল্পের খেয়াল রাখুন- স্ক্যাল্পের পিএইচ স্তরের মাত্রা বজায় রাখতে সাহায্য করে হেনা। হেনা মাখলে এটি স্ক্যাল্পের স্ক্যাল্পের উপর তেল উৎপন্ন করেন, যা স্ক্যাল্পের স্বাস্থ্য বজায় রাখে। তাছাড়া হেনার মধ্যে থাকা প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট চুলের ফলিকল মজবুত করতে সাহায্য করে। এতে চুল পড়াও কমে।
৪) খুশকি দূর করে- হেনা ব্যবহার করলে আপনি খুশকির সমস্যাও দূর করতে পারবেন। হেনার মধ্যে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে, যা খুশকির সমস্যা দূর করতে পারে।
