
পুজোর আগে অনেকেই ভিড় করেন পার্লারে। আবার কেউ কেউ সারাবছর ত্বকের পরিচর্চায় হাজারখানেক টাকা ব্যয় করেন। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয় না। কখনও চালের গুঁড়ি ব্যবহার করে দেখেছেন? বাঙালির হেঁশেলে চালের গুঁড়ি মজুত থাকে পিঠেপুলি বানাতে। তাও শীতের মরশুম। কিন্তু ত্বকের যত্নে সারাবছর চালের গুঁড়ি ব্যবহার করা যায়। চালের গুঁড়ি ত্বককে উজ্জ্বল করে তুলতে, সান ট্যান দূর করতে এবং র্যাশ-ফুসকুড়ির সমস্যা থেকে রক্ষা করতে সাহায্য করে। তবে, দাগছোপ দূর করতে চালের গুঁড়ি সবচেয়ে বেশি কার্যকর। সাধারণ স্ক্রাব হিসেবে ব্যবহার করা হয় চালের গুঁড়িকে। কিন্তু আপনি চাইলে ফেসপ্যাক হিসেবেও কাজে লাগাতে পারেন এই উপাদানকে। কোন সমস্যায় কীভাবে চালের গুঁড়ি মাখবেন, রইল টিপস।
ডার্ক স্পট দূর করে- চালের গুঁড়ির সঙ্গে চা মিশিয়ে মুখে মাখলে দাগছোপ দূর হয়ে যাবে। এই ফেসপ্যাকে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকে জমে থাকা টক্সিন দূর করে। গরম জলে টি ব্যাগ দিয়ে চা বানিয়ে নিন। এবার ১ চামচ চায়ের সঙ্গে ১ চামচ চালের গুঁড়ি ও ১ চামচ মধু মিশিয়ে মুখে মাখুন। ১৫ মিনিট রাখুন। তারপর মুখ ধুয়ে ফেলুন। ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নেবেন।
ট্যান দূর করে- ১ চামচ চালের গুঁড়ির সঙ্গে ১ চামচ টক দই ও ১ চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এবার এই ফেসপ্যাক মুখে ও গলায় মাখুন। ১০-১৫ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক আপনার ট্যানকে দূর করতে সাহায্য করবে। পাশাপাশি ত্বকের জেল্লা বাড়িয়ে তুলবে।
ডার্ক সার্কেল দূর করে- চোখের চারপাশে কালচে দাগ দূর করতেও আপনি চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন। ১ চামচ চালের গুঁড়ির সঙ্গে ১ চামচ বেসন, ২ চামচ টমেটোর পেস্ট এবং এক চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ভাল করে চোখের চারপাশে লাগান। চাইলে গোটা মুখে ও গলাতেও মাখতে পারেন। ১০-১৫ মিনিট রেখে ইষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
ব্রণর দাগ দূর করে- চালের গুঁড়ি দিয়ে আপনি ব্রণর বিশ্রী দাগও দূর করতে পারেন ২ চামচ চালের গুঁড়ি নিন। এতে ১ চামচ গোলাপ জল এবং কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে নিয়ে ত্বকের উপর লাগান। সার্কুলার মোশনে ত্বকের উপর মিশ্রণটি মাসাজ করুন। তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ভাল ফলাফল পেতে সপ্তাহে ২-৩বার এই টোটকা কাজে লাগান।