
রূপকথার গল্পে রাজপুত্র-রাজকন্যা, রাজার রাজ্যপাটের গল্প পড়তে কে না ভালবাসে। রাজকন্যার একঢাল কালো চুল, মোমের মত মসৃণ ত্বক, গোলাপি ঠোঁট এসব পড়তে আর শুনতে শুনতে কমবেশি সকলেই সৌন্দর্যের একটা মাপকাঠি সেট করে নেন। যে কোনও ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনেও মেয়েদের সুন্দরী, মাখনের মত ত্বক, রেশমের মত চুল এভাবেই দেখানো হয়। মন থেকে সুন্দর হওয়া যেমন জরুরি তেমনই বাহ্যিক ভাবে সুন্দর থাকলে তখন মনও ভাল থাকে। রোজ বাড়ির বাইরে বেরনোর ফলে ধুলো, ধোঁওয়া, দূষণে ত্বক-চুলের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়ে। দিনের পর দিন এভাবে নোংরা জমতে থাকায় মুখ কালো হয়ে যায়। এতে ত্বক বেশি রুক্ষ্ম হয়ে যায়, কিছুদিন পর শুকনোও হয়ে যায়।
এক্ষেত্রে কাজে লাগাতে পারেন এই সব ঘরোয়া টোটকা। এভাবে একদিন প্যাক বানিয়ে মুখে লাগান, এতে মুখ পরিষ্কার হবে,ত যাবতীয় নোংরা-ময়লা উঠে আসবে আর ত্বক থাকবে ঝকঝকে চকচকে। খোসা সহ আলু খুব ভাল করে ধুয়ে হাফ করে নিয়ে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। এবার ওই কুরে নেওয়া আলু থেকে রস বের করে নিতে হবে। এর মধ্যে অর্ধেক পাতিলেবুর রস, হাফ চামচ নারকেল তেল মিশিয়ে খুব ভাল করে ঘুঁটে নিতে হবে। সব উপকরণ মিশলে হাফ চামচ কস্তূরী হলুদ আর এক চামচ শ্যাম্পু মিশিয়ে নিন প্যাকের মধ্যে।
যতটা ব্যবহার করবেন সেই মাপেই বানাবেন। শ্যাম্পু মিশলে দু চামচ চাল গুঁড়েো মিশিয়ে নিতে হবে। যাবতীয় ময়লা, কালচে দাগ উঠে আসবে এই প্যাকের মাধ্যমেই। সবার প্রথমে হাতে এই প্যাক লাগিয়ে নিন। এবার আলুর যে কাটা টুকরোটা রাখা ছিল তাই দিয়ে হাত-পা ভাল করে ঘষতে থাকুন। দাগ-ছোপ তুলতে এই আলুর টুকরো খুব ভাল কাজ করে। প্রাকৃতিক উপায়ে ব্লিচিং এর-ও কাজ করে। ১৫ মিনিট রেখে জল দিয়ে হাত-পা ধুয়ে নিতে হবে। মুখের যে কোনও দাগ এভাবে তুলে ফেলা