দীপিকা পাড়ুকোণের নাম শুনলেই সেই জমকালো এক হাসি ও আত্মবিশ্বাসে টইটুম্বর ব্যক্তিত্ব চোখের সামনে ভাসে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম। ব্যতিক্রমী স্ক্রিন উপস্থিতি ও চোখ ধাঁধানো এক স্টাইল ছাড়াও দীপিকার ত্বক ও চুল ভক্তদের কাছে এক কৌতূহলের বিষয়। গেহরাইয়াঁ মুক্তি পাওয়ার পর থেকেই ভক্তদের কাছে আরও আকর্ষণীয় হয়ে গিয়েছেন। নো-মেকআপ লুকে দীপিকা যে আরও সুন্দরী, তা সিনেমার পর্দায় দেখা গিয়েছে। রোম্যান্টিক মুহূর্তগুলিতে দীপিকার ত্বক ও চুলের সৌন্দর্য আলাদা করে মুগ্ধ করে। তবে দীপিকার এই চোখধাঁধানো সৌন্দর্যের পিছনে যে যে রহস্যগুলি এতদিনে প্রকাশ পায়নি, সেগুলি এবার সামনে আসতে চলেছে।
ত্বকের যত্ন
মননশীলতাই চাবিকাঠি- সৌন্দর্য সবসময় বাইরে প্রকাশ পাবেন তা কখনও নয়। সুস্থ ও ভাল ত্বক ও চুলের জন্য দীপিকা যোগব্যায়াম, ধ্যান করেন। যা ভিতর থেকে প্রাকৃতিক আভা এনে দেন। এই আভা কোনও পণ্য এনে দিতে পারে না। সৌন্দর্য বজায় রাখার জন্য প্রচুর পরিমাণে জল পান করেন দীপিকা। জুস থেকে শুরু করে স্যুপ, নারকেলের জল-শরীরকে ভালভাবে হাইড্রেট করা উচিত।
নো-মেকআপ ঘুম- শ্যুট শেষে দীপিকা কখনও মেকআপ তুলতে ভোলেন না। সে যত রাতই হোক না কেন। মুখ থেকে সমস্ত মেকআপ, ময়লা তুলে ফেলতে পছন্দ করেন তিনি।
রাতে ত্বকের যত্নের রুটিন- নাইট স্কিনকেয়ার রুটিন মেনে চলার পক্ষপাতী দীপিকা। ভাল সিরাম, নাইটক্রিম, চোখের ক্রিম ব্যবহার করতে পছন্দ করেন তিনি। তাতে ত্বক থাকে যথেষ্ট পুষ্টিকর।
স্কিন রোলার- ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে ও ব্যবহৃত পণ্যগুলি ত্বকের ভিতরে প্রবেশ করতে পারে, তারজন্য ত্বকের রোলার বা ফেস টুল প্রয়োগ করতে ভালবাসেন।
মুখের যোগব্যায়াম- ফাইন লাইনস কমাতে ও ত্বককে টানটান রাখতে পুঙ্খানুপুঙ্খভাবে মুখ যোগব্যায়াম করার পক্ষে তিনি।
চুলের যত্ন
নারকেল তেল- বেশ কয়েকটি প্রতিবেদন অনুসারে, দীপিকা স্বাস্থ্যকর তুলের জন্য একটি ভাল নারকেল তেল ব্যবহার করতে ভালবাসেন। রাসায়নিক ও দূষণের কারণে চুলের ক্ষতি দূর হতে পারে।
তাপ রক্ষাকারী স্প্রে – চুলে নিয়মিত স্টাইলিংয়ের জন্য দীপিকা অন্যতম। চুলের স্টাইল শুরু করার আগে একটি ভাল তাপ রক্ষাকারী ব্যবহার করেন। এটি চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে।
খোঁপা- সারাদিন একটি অগোছালো টপ-নট বানে আপনার চুল বেঁধে রাখুন। গো-টু হেয়ারস্টাইলের জন্য দীপিকা এই স্টাইল মেনে চলেন।
সঠিক খাওয়া এবং ওয়ার্ক আউট- এই হ্যাকটি আপনার চুল, ত্বক, শরীর এবং মনের জন্য বিস্ময়কর কাজ করবে। দীপিকা পুষ্টিকর খাবার খেতে এবং বাইরে থেকে সুন্দর দেখতে ঘাম ঝরাতে বিশ্বাসী।
আরও পড়ুন: Hair Care Tips: ঘরোয়া উপায়ে বাউন্সি চুল পেতে সেরা টিপস দিচ্ছেন আলিয়া ভাটের হেয়ার স্টাইলিস্ট!