Hibiscus for Hair: চুলে উঠে সিঁথে চওড়া হয়ে যাচ্ছে? মায়ের এই ‘সিক্রেট’ টোটকাই ওয়ান স্টপ সলিউশন

Hair Care Tips: আগেকার দিনে মানুষের মধ্যে হেয়ার স্পা, হেয়ার মাস্কের চল ছিল না। কিন্তু তাঁরা নিয়মিত মাথায় তেল মাখতেন। তাও বাড়িতে তৈরি ভেষজ তেল। মেথি, কালো জিরে, জবা পাতা, কারি পাতা ইত্যাদি দিয়ে তেল তৈরি করে ব্যবহার করতেন।

Hibiscus for Hair: চুলে উঠে সিঁথে চওড়া হয়ে যাচ্ছে? মায়ের এই সিক্রেট টোটকাই ওয়ান স্টপ সলিউশন

| Edited By: megha

May 09, 2023 | 10:21 AM

মাথায় চিরুনি দিলেই হাতে মুঠো-মুঠো চুলে উঠে আসে? চুলে উঠে সিঁথে চওড়া হয়ে যাচ্ছে? এই সব সমস্যা সমাধান লুকিয়ে রয়েছে মা-দিদাদের টোটকায়। আগেকার দিনে মানুষের মধ্যে হেয়ার স্পা, হেয়ার মাস্কের চল ছিল না। কিন্তু তাঁরা নিয়মিত মাথায় তেল মাখতেন। তাও বাড়িতে তৈরি ভেষজ তেল। মেথি, কালো জিরে, জবা পাতা, কারি পাতা ইত্যাদি দিয়ে তেল তৈরি করে ব্যবহার করতেন। তাই বয়স বাড়লেও তাঁদের চুলে পাক ধরেনি। এমনকী বয়সের সঙ্গে পাতলা হয়নি বিনুনি। তাই চুলকে ভাল রাখতে গেলে আপনাকেও ফিরে যেতে হবে সেই মায়ের টোটকায়। আর এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে জবা গাছের পাতা ও ফুল।

আয়ুর্বেদে ব্যাপক ব্যবহার রয়েছে জবা ফুল ও পাতার। জবা পাতার মধ্যে ভিটামিন সি রয়েছে। এই উপাদানটি এটি চুল পড়া রোধ করে। ফলিকলকে মজবুত করে জবা পাতা ও ফুল। পাশাপাশি স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং স্ক্যাল্পের সংক্রমণকে দূরে রাখে। সাধারণ জবা ফুলের তেল বানিয়ে ব্যবহার করা হয়। আপনি আরও দুই উপায়ে জবা ফুল ব্যবহার করতে পারেন।

বাড়িতে যে ভাবে ভেষজ তেল বানাযোবেন-

৪-৫টি জবা ফুল এবং ৮-১০টি জবা ফুলের পাতা নিন। এই দু’টো উপাদান মিক্সিতে দিয়ে একসঙ্গে ভাল করে পেস্ট করে নিন। ১০০ মিলি নারকেল তেলের সঙ্গে মিশ্রণটা ভাল করে ফুটিয়ে নিন। সপ্তাহে ২-৩ বার আপনি এই জবা ফুল ও পাতার তৈরি তেল ব্যবহার করতে পারেন। এতে চুল দ্রুত বেড়ে উঠবে।

চুল পড়া রোধ করতে যে ভাবে জবা পাতা ব্যবহার করবেন-

১টা পেঁয়াজ বেটে তার রস বের করে নিন। এক মুঠো জবা পাতা বেটে তার রস ছেঁকে নিন। এবার পেঁয়াজের রসের সঙ্গে জবা পাতার রস মিশিয়ে দিন। এই মিশ্রণটা আপনি সরাসরি স্ক্যাল্পে লাগাতে পারেন। স্ক্যাল্পে লাগানোর পর ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। তারপর সাধারণ জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই টোটকা আপনার চুল পড়া রোধ করতে সাহায্য করবে।

হেয়ার মাস্ক বানান জবা ফুল দিয়ে-

তৈলাক্ত স্ক্যাল্প, খুশকি, স্ক্যাল্পে চুলকানির সমস্যা ইত্যাদি দূর করে দিতে পারে জবার তৈরি হেয়ার মাস্ক। শুধু আপনাকে জবা ফুলের সঙ্গে নিম পাতাও ব্যবহার করতে হবে। নিমের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে, যা জবা ফুলের সঙ্গে মিশে চুলের সমস্যাকে দূরে রাখে। জবা ফুলের পেস্ট বা গুঁড়োর সঙ্গে নিম পাতার গুঁড়ো বা পেস্ট মিশিয়ে নিন। এতে সমপরিমাণ টক দই মিশিয়ে মসৃণ পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণটি স্ক্যাল্পে ও চুলে লাগান। ১ ঘণ্টা রাখার পর শ্যাম্পু করে নিন। এই হেয়ার প্যাক আপনি সপ্তাহে ১ দিন ব্যবহার করতে পারেন।