গরমে সুস্থ থাকার জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞেরা বলছে, টক দইকে পাতে রাখতে। এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। পাতে যেমন দই রাখছেন, তেমনই রূপচর্চাতেও এই উপাদানটি রাখুন। গরমে ত্বকের দশাও খারাপ হয়ে যায়। ত্বকেরও দরকার কুলিং এফেক্ট। আর সেটার জন্য ত্বকে দই মাখুন। টক দই ত্বকের যত্ন নেয়। বিশেষত, এই গরমে যখন রোদে বেরিয়ে মুখ ঝলসে যায়, ত্বক তেলতেলে হয়ে ওঠে, তখন দই টক মাখলে জেল্লা ফিরে পাওয়া যায়।
ট্যান তুলতে টক দই
৪০ ডিগ্রিতে রোদের মধ্যে রাস্তায় বেরোলে ট্যান পড়বেই। এই ট্যান তুলতে বেশ ঝক্কি পোহাতে হয়। কিন্তু নিয়মিত ত্বকে দই মাখলে এই ট্যানের সমস্যা সহজেই এড়ানো যায়। দু’চামচ টক দই নিয়ে তার সঙ্গে বেসন মিশিয়ে নিন। এতে এক চিমটে হলুদও মিশিয়ে নিতে পারেন। এবার এই ফেসপ্যাকটি ত্বকে ভাল করে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে হালকা হাতে স্ক্রাব করে ধুয়ে ফেলুন। এতে ট্যানের সমস্যা সহজেই এড়ানো যাবে।
সান বার্ন দূর করুন এই উপায়ে
সূর্যের ক্ষতিকারক রশ্মিতে দীর্ঘক্ষণ থাকলে সান বার্নের সমস্যা দেখা দেয়। রোদে ত্বক পুড়ে যায়। ত্বক লাল হয়ে যায় এবং জ্বালাভাব বাড়ে। এই সমস্যা থেকে রেহাই পেতে টক দইয়ের মধ্যে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে ত্বকের উপর লাগান। মিনিটের মধ্যে জ্বালাভাব কমে যাবে।
ব্রণর সমস্যা কমায়
গরমে তৈলাক্ত ত্বকে ব্রণর সমস্যা বাড়ে। এই সমস্যা থেকেও পরিত্রাণ দিতে পারে এক চামচ টক দই। টক দইয়ের সঙ্গে মধু মিশিয়ে ত্বকের উপর লাগান। ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এতে ব্রণর সমস্যা কমে যাবে।
ত্বকের তেলতেলে ভাব কমায়
গরমে ত্বকের তেলতেলে ভাব বেড়ে যায়। কম্বিনেশন স্কিন হোক বা নরম্যাল স্কিন, সকলেই ৪০ ডিগ্রিতে এই সমস্যার সম্মুখীন হচ্ছে। এই সমস্যা দূর করতে টক দইয়ের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে নিয়ে ত্বকে লাগান। মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নিতে সাহায্য করে। ফেসপ্যাক শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। এতে আপনি পেয়ে যাবেন গরমেও ম্যাট ফিনিশ লুক।
ত্বকের জেল্লা ফেরাবে টক দই
গরমের কারণে ত্বক ম্লান দেখায়। নববর্ষে হারানো ত্বকের জেল্লা ফিরে পেতে ১ চা চামচ টক দইয়ের সঙ্গে ১ চা চামচ ওটমিল ভাল করে মিশিয়ে ত্বকের উপর লাগান। হালকা হাতে স্ক্রাব করুন। তার ৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে মরা চামড়া দূর হয়ে যাবে এবং আপনি পেয়ে যাবেন উজ্জ্বল ত্বক।