Hair Oil In Monsoon: বর্ষায় জেল্লা হারাচ্ছে চুল? সমাধান লুকিয়ে এসব বিশেষ তেলে, জানুন ব্যবহার

Hair Oil Use: শরীরের জন্য অ্যাভোকাডোর জুড়ি নেই। তবে শুধু শরীরের জন্যই নয়, চুলের জন্যও ভীষণ উপকারি এই তেল। অনেকেই রুক্ষ, শুষ্ক চুলের সমস্যায় ভোগেন। তাঁদের জন্য এই তেল ওষুধের মতো কাজ করে। অ্যাভোকাডো তেল চুলের আর্দ্রতা ফেরায়, জেল্লা বাড়ায়।

Hair Oil In Monsoon: বর্ষায় জেল্লা হারাচ্ছে চুল? সমাধান লুকিয়ে এসব বিশেষ তেলে, জানুন ব্যবহার
চুলের ষত্নে তেল

| Edited By: Sneha Sengupta

Jul 04, 2023 | 2:36 PM

চুলে তেল (Hair Oil) দেওয়ায় অনীহা অনেকেরই। তাই তেলের নাম শুনলেই নাক সিঁটকোয় বহু মানুষ। তবে জানেন কি মা-কাকিমাদের অমন ঘন সুন্দর চুলের রহস্য কিন্তু তেল। চুলের আর্দ্রতা বজায় থেকে শুরু করে চুলের বৃদ্ধি সবেতেই সাহায্য করে তেল। শুধু জানতে হবে সঠিক ব্যবহার।

বর্ষা আসলেও কমেনি গরম। এই ভ্যাপসা গরমে ঘামের কারণে ক্ষতি হচ্ছে চুলের। এই সময় চুলের বাড়তি যত্ন না নিলেই বিপদ। কয়েকটি বিশেষ তেল ব্যবহার করলেই ফিরবে চুলের হাল। এই তালিকায় কোন-কোন তেল রয়েছে, আসুন জেনে নেওয়া যাক…

নারকেল তেল:
বাজারে যত তেলই আসুক, নারকেল তেলকে টেক্কা দিতে পেরেছে এমন তেলের সংখ্য়া নেই বললেই চলে। স্ক্য়াল্প ও চুলকে পুষ্টি জোগায় এই বিশেষ তেল। এছাড়া চুলের বৃদ্ধিতেও কাজে লাগে এই তেল। ন

আমন্ড অয়েল:
ভিটামিন ও মিনারেলে ভরপুর এই তেল চুলের গোড়া মজবুত করতে ও স্ক্যাল্পের শুষ্কতা কমাতে সাহায্য করে। এছাড়াও চুলের বৃদ্ধিতেও সহায়তা করে এই তেল।

জোজোবা অয়েল:
অনেকেরই স্ক্যাল্পে অস্বাভাবিক তেল উৎপন্ন হয়। জোজোবা অয়েল এই সমস্যআ থেকে মুক্তি দেয়।

অলিভ অয়েল:
চুলের আর্দ্রতা বজায় রাখতে ও খুশকি দূর করতে সাহায্য করে এই তেল। খুব হালকা হওয়ায় এই তেল ব্যবহারে কোনও অসুবিধা হয় না।

অর্গান তেল:
এই তেলে রয়েছে ভিটামিন ই ও ফ্যাটি অ্যাসিড। চুলের পুষ্টি জোগাতে ও জেল্লা ফেরাতে সাহায্য করে এই তেল। গরমে ব্যবহার করতেও কোনও অসুবিধা হয় না।

অ্যাভোকাডো তেল:
শরীরের জন্য অ্যাভোকাডোর জুড়ি নেই। তবে শুধু শরীরের জন্যই নয়, চুলের জন্যও ভীষণ উপকারি এই তেল। অনেকেই রুক্ষ, শুষ্ক চুলের সমস্যায় ভোগেন। তাঁদের জন্য এই তেল ওষুধের মতো কাজ করে। অ্যাভোকাডো তেল চুলের আর্দ্রতা ফেরায়, জেল্লা বাড়ায়। এছাড়াও খুশকির সমস্য়া থেকেও মুক্তি দিতে পারে এই তেল।