Beauty Tips: যৌবন ধরে রাখতে চান, দীর্ঘদিন রূপের জাদুতে মুগ্ধ করতে চান, ঘরোয়া টিপসে কয়েকদিনেই ম্যাজিক

Skin Care: সস্তার যৌবন ধরে রাখতে চান, ত্বকের হারানো গ্লো এবার ফিরিয়ে আনুন ঘরোয়া উপায়, দেখুন ম্যাজিক।

Beauty Tips: যৌবন ধরে রাখতে চান, দীর্ঘদিন রূপের জাদুতে মুগ্ধ করতে চান, ঘরোয়া টিপসে কয়েকদিনেই ম্যাজিক
Follow Us:
| Edited By: | Updated on: Mar 26, 2022 | 12:54 PM

ত্বকের যত্ন বা নিজের রূপ নিয়ে প্রতিটা ক্ষেত্রে আমরা সতেচন থাকি, ঠিক কী করলে আরও ভাল ও সুন্দর হয়ে ওঠা যায়, সেই চেষ্টায় মরিয়া হয়ে প্রতিটা পদে পদে নতুন কিছুর সন্ধান করি, কোন কোন প্রডাক্ট মার্কেটে আসল, কোন কোন প্রডাক্টের রিভিউ ভাল, বা কী ট্রিটমেন্ট করালে আরও সুন্দর হয়ে ওঠা যায়, তবে ঘরোয়া উপায় যদি এই সময় সমস্যার সমাধান সস্তায় মেলে, তবে বিষয়টা কেমন হয়! নিঃসন্দেহে মন্দ নয়।

অ্যালোভেরা- বাড়িতে অ্যালোভেরা গাছ অনেকেরই আছে, বা কম দামে অ্যালোভেরা জেল পাওয়া যায়, ডিমের সাদা অংশের সঙ্গে তা মিশিয়ে সপ্তাহে দুবার লাগিয়ে দেখুন, বলি রেখা ত্বক থেকে উধাও হয়ে যাবে।

পেঁপে- কয়েকটুকরো পেঁপে নিয়ে তা মিক্সিতে ভাল করে পেস্ট করে নিন। পাকা পেঁপে সহজলভ্য, এর সঙ্গে মিশিয়ে নিন কলা, পাকা কলা আর পেংপের এই প্যাক বানিয়ে তা ত্বকে লাগিয়ে রাখুন। এরপর হালকা গরম জলে তা ধুয়ে ফেলুন।

নারকেল তেল- নারকেল তেল বরাবরই ত্বককে টানটান করতে সাহায্য করে, ত্বককে মসৃণ করতে নারকেল তেলের কোনও বিকল্প নেই। প্রতিদিন রাতে নাইট ক্রিম না লাগিয়ে নারকেল তেল দিয়ে মালিশ করে ত্বককে বিশ্রাম করতে দিন। এতে ত্বক দেখবেন ভাল থাকবে।

লেবুর রস- পাতি লেবুর রস, সঙ্গে মধু লাগিয়ে ত্বকের যত্ন নিন, এতে দেখবেন ত্বক ভাল থাকবে, ও ত্বকের দাগছোপ দূর হবে। লেবুতে থাকে ভিটামিন সি, যা ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে।

বেকিং সোডা- বেকিং সোডার সঙ্গে একটু জল মিশিয়ে প্যাক বানিয়ে নিন, এটা দিয়ে ত্বকে বেশ কিছুক্ষণ ক্রাবিং করুন। কিছুক্ষণ হালকা গরম জলে তা ধুয়ে নেবেন দেখবেন, ১৫ দিনের পর থেকেই ত্বকের জেল্লা ফিরছে ও বাড়ছে লালিত্য।

আরও পড়ুন: Deepika Padukone: এই একটা প্রোডাক্ট ছাড়া একদম চলে না! এমনকি সেটেও ব্যবহার করেন দীপিকা