Split Ends Problems: চুলের আগায় ফাটল ধরলে ট্রিম করেন নাকি! ঘরোয়া টোটকায় কীভাবে মিটবে সমস্যা, জানুন

Hair Care Tips: ত্বকের মত চুলেরও যদি প্রতিদিন পরিচর্চা করা হয়, তাহলে অনেক সমস্যা এমনিই সেরে যায়।

Split Ends Problems: চুলের আগায় ফাটল ধরলে ট্রিম করেন নাকি! ঘরোয়া টোটকায় কীভাবে মিটবে সমস্যা, জানুন

| Edited By: দীপ্তা দাস

Sep 09, 2022 | 9:24 PM

চুলের সমস্যায় (Hair Problems) নাজেহাল প্রায় সকলেই। সমস্যার সমাধান করার জন্য উপযুক্ত চিকিত্‍সা করার সবচেয়ে সহজ ও সঠিক উপায় হল এর যথাযথ যত্ন (Hair Care) নেওয়া। খুসকি, চুল ঝরে পড়ার পাশাপাশি চুলের শেষপ্রান্ত বিভক্ত হয়ে যাওয়া, শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়ার মত সমস্যাও রয়েছে। এইসব সমস্যার সমাধানের জন্য সৌন্দর্য বিশেষজ্ঞরা চুলের সেরা যত্নের কথা জানিয়েছেন। কারণ ত্বকের মত চুলেরও যদি প্রতিদিন পরিচর্চা (Hair Care Routine) করা হয়, তাহলে অনেক সমস্যা এমনিই সেরে যায়।

চুলের প্রান্ত বিভক্ত হয়ে গেলে কী কী করণীয়

– চুলের আগায় ফাটল ধরলে রাবার ব্যান্ড দিয়ে চুল শক্ত করে বাঁধা এড়িয়ে চলুন। হেয়ার ড্রায়ার ও ব্রাশ ব্যবহার এড়িয়ে চলুন। একটি বড় দাঁতযুক্ত চিরুনি ব্যবহার করে চুল আঁচড়ান।

– সপ্তাহে ২বার খাঁটি নারকেল তেল গরম করে চুলে ম্যাসাজ করুন। প্রান্তেও প্রয়োগ করুন। তারপর গরম জলে একটি তোয়ালে ডুবিয়ে , জল ছেঁকে নিন। এরপর পাগড়ির মত মাথার চারপাশে গরম তোয়ালে মুড়িয়ে নিন। ৫ মিনিটের জন্য রেখে দিন। গরম তোয়ালে মোড়ানোর এই পদ্ধতিটি ৩-৪ বার পুনরাবৃত্তি করতে পারেন।

– একটি হালকা ভেষজ শ্যাম্পু ব্যবহার করুন। কম পরিমাণে শ্যাম্পু ব্যবহার করে তাতে জল দিয়ে ভাল করে চুলে লাগিয়ে ভাল করে ধুয়ে নিন। শ্যাম্পু করার পর একটি ক্রিমি কন্ডিশনার লাগিয়ে কমপক্ষে ১০ মিনিট অপেক্ষা করুন। চুলে হালকাকরে ম্যাসাজ করতে পারেন। বিশেষ করে প্রান্তেও প্রয়োগ করুন।

– সপ্তাহে একবার একটি ডিম, ১ টেবিলস্পুন ক্য়াস্টর অয়েল, একটি লেবুর রস ও এক টেবিলস্পুন অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে একটি হেয়ার প্যাক তৈরি করুন। মাথার ত্বকে ও চুলের শেষপ্রান্তে ভাল করে লাগিয়ে নিন। একটি প্লাস্টিকের শাওয়ার ক্যাপ পরে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন।

– সপ্তাহে যদি হেনা করে থাকেন তাহলে হেনা পাউডারের সঙ্গে ৪ চা চামচ লেবুর রস, কফি, ২টি কাঁচা ডিম ও টকদই যোগ করে একটি হেয়ার প্যাক তৈরি করুন। চুলে লাগিয়ে এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন। ডিম যদি ব্যবহার করতে না চান, তাহলে একটু বেশি করে টকদই ব্যবহার করতে পারেন।