
স্বাস্থ্যকর খাবার খেলে তার প্রভাব মুখের উপরই দেখা যায়। সুপারফুড ত্বকের জেল্লা বাড়াতেও কার্যকর। আর এই সুপারফুডের তালিকায় প্রথমেই রয়েছে আমন্ড। রোজ ৪-৬টা করে ভেজানো আমন্ড খেলে আপনি বলিরেখা, দাগছোপ, ব্রণ ইত্যাদির সমস্যা দূর করতে পারবেন। আমন্ডের মধ্যে ভিটামিন ই রয়েছে, যা দেহে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ত্বকের অকাল বার্ধক্যকে প্রতিরোধ করে। এই বাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, যা ত্বকের টেক্সচার উন্নত করে। এমনকী ত্বককে হাইড্রেটেড রাখতেও সাহায্য করে আমন্ড। কিন্তু আপনি আমন্ড খাওয়ার পাশাপাশি মুখে মাখেন, একই উপকার পাবেন কি? বিশেষজ্ঞেরা বলছেন, আমন্ডের ফেসপ্যাক ত্বকের জন্য দারুণ উপকারী। ৬টা ভেজানো আমন্ড খেলে, ৪টে বাদাম বেটে মুখে লাগান। কীভাবে এই ভেজানো আমন্ড দিয়ে ফেসপ্যাক বানাবেন, রইল টিপস।
আমন্ড ও দুধের ফেসপ্যাক
৬-৭টা আমন্ড সারারাত জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে আমন্ডের খোসা ছাড়িয়ে নিন। তারপর ওই আমন্ডে ৩ চামচ দুধ মিশিয়ে মসৃণ পেস্ট বানিয়ে নিন। এর সঙ্গে ১ চামচ ওটসের গুঁড়ো মিশিয়ে দিন। তৈরি আমন্ড ও দুধের ফেসপ্যাক। প্রথমে মুখ পরিষ্কার করে নিন। এরপর ত্বকের উপর এই ফেসপ্যাক লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। আমন্ডের ভিটামিন ই, দুধের ল্যাকটিক অ্যাসিড এবং ওটসের এক্সফোলিয়েট এজেন্ট আপনার নিস্তেজ ত্বকে প্রাণ এনে দেয়।
আমন্ড ও গোলাপ জলের ফেসপ্যাক
তৈলাক্ত ত্বকের জন্য উপযোগী এই ফেসপ্যাক। ভেজানো আমন্ডের সঙ্গে গোলাপ জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এতে মুলতানি মাটি মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে ও গলায় ভাল করে মেখে নিন। ১০-১৫ মিনিট রেখে নিন। তারপর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে নিন। মুলতানি মাটি ও গোলাপ জল মুখ থেকে অতিরিক্ত তেল পরিষ্কার করতে সাহায্য করে।
আমন্ড ও হলুদের ফেসপ্যাক
মুখের দাগছোপ দূর করতে এই ফেসপ্যাক দারুণ কার্যকর। ১ চামচ আমন্ডের পেস্টের সঙ্গে ১/৪ চামচ হলুদের গুঁড়ো ও ২ চামচ বেসন মিশিয়ে নিন। এতে পরিমাণমতো গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে ১৫ মিনিট লাগিয়ে নিন। তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে একদিন এই ফেসপ্যাক ব্যবহার করুন। এই ফেসপ্যাক আপনার ত্বকে জেল্লা ফিরিয়ে আনবে।