
আর তো হাতে মাত্র একটা দিন, এদিকে সেই কবে থেকে দিন গুণে বসে থাকা এই দিনটার জন্য। নবমী মানেই এ বছরের মত পুজো শেষ। এখনকার জীবনে সকলেই ব্যস্ত। প্রত্যেকেরই নিজের প্রচুর রকম কাজ থাকে। সেই ব্যস্ততার ফাঁকে প্রত্যহ দেখা করা সম্ভব হয় না। কেউ কর্মসূত্রে থাকেন দেশের বাইরে। এই পুজোর সময় সকলেই বাড়িতে ফেরেন। শিকড়ের টান বলে কথা। আর তাই পুজোর দিনে বন্ধুদের সঙ্গে আড্ডা একদিন হতেই হবে। এই আড্ডার উত্তেজনাই থাকে অন্যরকম। ফোন, হোয়্যাটস অ্যাপে যে সব কথা হয় না সেই সব গল্প মন খুলে করার দিন আজ। এমন দিনে শাড়ি তো থাকবেই সঙ্গে গুছিয়ে সাজতেও হবে। কারণ এই ছবিই এখন কয়েকদিন চালাচালি হবে সোশ্যাল মিডিয়াতে।
পুজোর আগে ফেসিয়াল থেকে শুরু করে রূপচর্চা সকলেই করেন। তবে সারাদিন রোদে ঘুরে মুখে একটা ক্লান্তির ছাপ পড়ে থাকে। বন্ধুদের সঙ্গে যখন দেখা করতে যাচ্ছেন তখন তো আর মুখে ক্লান্তির ছাপ থাকলে চলবে না। আর তাই সকাল সকাল এই প্যাক বানিয়ে মুখে মাখুন। জেল্লা ফেটে পড়বে। রূপচর্চার কাজে খুবই কার্যকরী ভূমিকা রয়েছে কাঁচা হলুদের।
কাঁচা হলুদের মধ্যে অ্যান্টিসেপটিকের লগুণ রয়েছে। যে কারণে তা ত্বকের জন্য খুবই ভাল। প্রাচীন কাল থেকেই রূপচর্চায় ব্যবহার করা হচ্ছে এই কাঁচা হলুদ। একটা বাটিতে ২ চামচ হলুদ বাটা নিন। এবার ওর মধ্যে এক টেবিল চামচ দুধ ও এক টেবিল চামচ মধু মিশিয়ে দিন। একটি ঘন মিশ্রণ তৈরি হবে। সেই মিশ্রণ ভালো করে মুখে লাগিয়ে নিন। এবার ২০ মিনিট মুখে রেখে ধুয়ে নিতে হবে। কাঁচা হলুদ, বেসন আর গোলাপ জল একসঙ্গে মিশিয়ে একটা প্যাক বানিয়ে নিন। এবার তা মুখে লাগিয়ে রাখুন ভাল করে। শুকনো করে ধুয়ে নিলেই মুখে ফিরবে জেল্লা।