ঘরোয়া টোটকা মেনে দূর করুন চোখের তলার কালচে ভাব

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 24, 2021 | 3:00 PM

চোখের নীচে কালো প্রলেপের পাশাপাশি ফুলেও যায় অনেকক্ষেত্রে। এই সমস্যা এক ধাক্কায় বয়স অনেকটা বাড়িয়ে দিতে পারে।

ঘরোয়া টোটকা মেনে দূর করুন চোখের তলার কালচে ভাব
প্রতীকী ছবি

Follow Us

চোখের তলায় কালো হয়ে যাওয়া এখন সাধারণ সমস্যা। নারী-পুরুষ নির্বিশেষে এর শিকার। চোখের নীচে কালো প্রলেপের পাশাপাশি ফুলেও যায় অনেকক্ষেত্রে। এই সমস্যা এক ধাক্কায় বয়স অনেকটা বাড়িয়ে দিতে পারে। মুখশ্রীতে আনতে পারে বয়েসের ছাপ। সমস্যা মিটতে বেগ পেতে হয়।

স্বাভাবিকভাবে বয়স বাড়লে চোখের তলে সেই ছাপ পড়ে। বংশ পরম্পরায় পেরিঅর্বিট্যাল হাইপারপিগমেন্টেশনের (চামড়ার স্বাভাবিক রং বদলে যাওয়া) ধারা থাকলে এই সমস্যার সম্মুখীন হতে দেখা যায় অনেককেই। যদিও ক্লান্তিকে স্বাভাবিক কারণ হিসেবেই ধরে নিয়েছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে পর্যাপ্ত ঘুমের অভাবও একটা কারণ। আরও অনেক কারণে চোখের চলা কালো হতে পারে। যেমন – চোখে অতিরিক্ত স্টেইন, অ্যালার্জি, শরীরে পর্যাপ্ত জলের অভাব, সূর্যের আলোয় বেশিক্ষণ থাকা।

তবে এর থেকে নিস্তারের উপর আছে। ঘরোয়া কিছু নিয়ম মানলে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন অনায়াসেই। কী সেই নিয়ম – 

১. আইস ব্যাগ রেখে নিন ফ্রিজে। চোখের উপর চেপে ধরতে পারেন। ২০ মিনিট নিয়ম করে কল্ড কমপ্রেস করুন।

২. ঘুমের অভাবে চোখের তলায় কালি পড়ে। পারলে ঘণ্টা খানেক বেশি ঘুমোন। বিশেষজ্ঞরা বলেন, প্রতিদিন ৮ ঘণ্টার ঘুম প্রয়োজন।

৩. চা পান করেন নিশ্চয়ই। চা তৈরির পর চা-পাতা ফেলে দেবেন না। একটি কাপড়ে চা পাতা নিয়ে চোখে লাগান। কিংবা টি-ব্যাগও ব্যবহার করতে পারেন।

৪. তাতেও যদি সমস্যা না মেটে, কনসিলার ব্যবহার করুন। যে কোনও প্রসাধনীর দোকানে কিনতে পাওয়া যায়। তর্কের বর্ণ অনুযায়ী মানানসই কনসিলার কিনে ব্যবহার করুন।

আরও পড়ুনমোলায়েম হাতের পরশ! পেতে পারেন সহজ কিছু উপায়ে

Next Article