
কালো কুচকুচে চুল পেতে অনেকেই কালো জিরের তেল ব্যবহার করেন। মায়ের এই টোটকা আপনি শুধু পাকা চুল থেকে রেহাই পাবেন, তা নয়। কালো জিরের তৈরি তেল আপনাকে এনে দিতে পারে মনের মতো চুল। নিয়মিত কালো জিরের তেল মাখলে আপনার চুলের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। চুলের ক্ষয়ের পিছনে নানা কারণ দায়ী থাকে। কিন্তু কালো জিরের তেল মাখলে ফিরে পাবেন চুলের হাল।
চুলের যত্নে কালো জিরের তেলের উপকারিতা-
কালো জিরের তেল চুলকে পুষ্টি জোগায়। চুলকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। এমনকী চুলের বৃদ্ধিতে সাহায্য করে কালো জিরের তেল। কোমর পর্যন্ত চুল পেতে হলে আপনাকে নিয়মিত ব্যবহার করতে হবে কালো জিরের তেল। খুশকির সমস্যা দূর করতেও সহায়ক কালো জিরের তেল। শুষ্ক স্ক্যাল্পই যেহেতু খুশকির কারণ, তাই স্ক্যাল্পের আর্দ্রতা ফিরে আনে কালো জিরের তেল। তাছাড়া কালো জিরের তেলের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। এগুলো স্ক্যাল্পকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে।
বয়সের আগেই চুলে পাক ধরেছে? কালো জিরের তেল মাখলে এই সমস্যাও দূর হয়ে যাবে। কালো জিরের তেল ধূসর চুলকে পুনরায় কালো করে দেবে। কালো জিরের তেলের মধ্যে থাকা বিভিন্ন উপাদান চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। এর জেরে কমে চুল পড়াও।
চুলের যত্নে যে উপায়ে কালো জিরের তেল ব্যবহার করবেন-
বাজারে আপনি চটজলদি কালো জিরের তেল পাবেন না। তাছাড়া যেসব হেয়ার অয়েল পাওয়া যায়, তার গুণগত মান নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। তাই সবচেয়ে ভাল হয় আপনি যদি বাড়িতেই কালো জিরে দিয়ে হেয়ার অয়েল বানিয়ে নিতে পারেন। আর যেহেতু হেঁশেলে সহজেই কালো জিরের পাওয়া যায়, তাই এর জন্য আপনাকে খুব বেশি কসরত করতে হবে না। নারকেল তেলের সঙ্গে কালো জিরে মিশিয়ে ভাল করে ফুটিয়ে নিলেই কাজ শেষ। এই তেল আপনি কৌটোতে ভরে সংরক্ষণও করতে পারেন।
বাড়িতে তৈরি এই কালো জিরের তেল আপনি সরাসরি চুলে মালিশ করতে পারেন। এছাড়া ১ চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে ২ চামচ কালো জিরের তেল মিশিয়ে চুলে লাগাতে পারেন। ভাল করে মালিশ করবেন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। এছাড়া আপনি মেথির তেল কিংবা অলিভ অয়েলের সঙ্গে কালো জিরের তেল মিশিয়েও চুলে লাগাতে পারেন। এসব উপায়ে কালো জিরের তেল ব্যবহার করলে, এর কার্যকারিতা আরও বেড়ে যায়। পাশাপাশি চুল হয় আরও মজবুত ও সুন্দর।