Kiwi Face Pack: খাওয়ার পাশাপাশি মুখেও ঘষে নিন কিউই, ব্রণ থেকে দাগছোপ সব দূর হবে ২ দিনে

Fruits for Skin: কিউইয়ের মধ্যে ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন কে রয়েছে। এই ফল আপনাকে এনে দেবে স্বাস্থ্যকর ত্বক। ত্বককে হাইড্রেটেড ও ময়েশ্চারাইজড করতে সাহায্য করে কিউই। ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে কিউই।

Kiwi Face Pack: খাওয়ার পাশাপাশি মুখেও ঘষে নিন কিউই, ব্রণ থেকে দাগছোপ সব দূর হবে ২ দিনে

| Edited By: megha

Aug 28, 2023 | 4:13 PM

ফল দিয়ে রূপচর্চা করলে সবসময় ত্বক ভাল থাকে। মুখে কলা, স্ট্রবেরি মাখলে ত্বকের জেল্লা উপচে পড়ে। একইভাবে, মুখে কিউই মাখলে পেতে পারেন নিখুঁত ত্বক। সামগ্রিক স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে কিউই। এমনকী মুখেও কিউই মাখলেও উপকার পাবেন গুণে গুণে। কিউইয়ের মধ্যে ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন কে রয়েছে। এই ফল আপনাকে এনে দেবে স্বাস্থ্যকর ত্বক।

কিউই কোলাজেন বৃদ্ধি করে ত্বকের বার্ধক্যকে দূরে রাখে। ব্রণ, দাগছোপের সমস্যা থেকেও রেহাই দেয় কিউই। এমনকী ত্বককে হাইড্রেটেড ও ময়েশ্চারাইজড করতে সাহায্য করে কিউই। ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে কিউই। এছাড়া নিয়মিত কিউই মাখলে ত্বক উজ্জ্বল দেখা দেয়। ত্বকের যত্নে আপনি কিউইয়ের ফেসপ্যাক ব্যবহার  করতে পারেন। কীভাবে বানাবেন, রইল টিপস।

কিউই ও মধুর ফেসপ্যাক 

একটা পাকা কিউই নিয়ে ম্যাশ করে নিন। এতে ১ চামচ মধু মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ভাল করে মুখে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রাখুন। তারপর ইষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক আপনার শুষ্ক ত্বকে আর্দ্রতা এনে দেবে।

কিউই ও দইয়ের ফেসপ্যাক

একটা পাকা কিউই নিয়ে ম্যাশ করে নিন। এতে ১ চামচ টক দই মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ভাল করে মুখে ও ঘাড়ে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বক থেকে ট্যান তুলতে দারুণ উপযোগী। পাশাপাশি ব্রণর সমস্যা কমিয়ে দেয় কিউই ও দইয়ের ফেসপ্যাক।

কিউই ও ওটমিলের ফেসপ্যাক 

ত্বক থেকে মৃত কোষ তুলতে কিউই ও ওটমিলের ফেসপ্যাক ব্যবহার করুন। এই ফেসপ্যাক মুখে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তারপর হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। তারপর ইষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক আপনার ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করবে।

কিউই ও শসার ফেসপ্যাক 

ত্বকের আর্দ্রতা বজায় রাখতে জুড়ি মেলা ভার কিউই ও শসার। তাই এই দুই উপাদান একসঙ্গে বেটে নিন। তারপর এটি মুখে লাগিয়ে নিন। প্রায় ৩০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক আপনার ত্বককে হাইড্রেটেড রাখবে। পাশাপাশি কুলিং এফেক্ট প্রদান করে এই ফেসপ্যাক।