
যতদিন যাচ্ছে বাড়ছে চুল পড়ার সমস্যা। মাথার সামনে বড় হচ্ছে টাক। এর একটাই ওষুধ, সঠিক যত্ন। চুলের যত্ন মানে অনেকেই বোঝেন নামিদামী প্রসাধনীর ব্যবহার। তবে শুধু এসব পন্যের পিছনে পয়সা ও শ্রম খরচ না করে নজরটা ঘোরান ঘরোয়া উপায়ে।
অনেকেই হয়তো জানেন না যে, চুলের জন্য ভীষণ উপকারি ফুল। এমন অনেক ফুল রয়েছে যা চুলের নানা সমস্যা মেটায়। চুলের যত্নে ব্যবহার হয় জুঁই,জবা ও গোলাপ। এবার জানতে হবে এসব ফুলের সঠিক ব্যবহার।
চুলের যত্নে জবা:
জবা ফুলে রয়েছে ভিটামিন সি ও অ্য়ামিনো অ্যাসিড। যা চুল পড়া আটকে চুলের জেল্লা বাড়াতে সাহায্য করে। এছাড়া এতে চুলের গোড়া মজবুতও হয়।
কীভাবে ব্যবহার করবেন?
কয়েকটি জবা ফুল নিন। এবার তা ভাল করে গ্রাইন্ড করে তাতে কয়েক চামচ হেনা পাউডার মেশান। এবার তা জল দিয়ে গুলে চুলে লাগিয়ে নিন। এছাড়া ব্যবহার করতে পারেন জবার তেল। জবার পাঁপড়ি ফুটিয়ে তা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাখলেও কাজ হবে।
চুলের যত্নে গোলাপ:
গোলাপে রয়েছে প্রদাহরোধী বৈশিষ্ট,যা স্ক্যাল্পকে যেকোনও ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে। এছাড়া এতে উপস্থিত ভিটামিন চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
কীভাবে ব্যবহার করবেন?
গোলাপের জল সরাসরি স্ক্যাল্পে লাগাতে পারেন। এছাড়া অ্যালোভেরা জেলের সঙ্গে গোলাপ জল মেশালেও কাজ হবে।
চুলের যত্নে জুঁই:
জুঁইয়ে রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান যা চুলের জন্য ভীষণই প্রয়োজনীয়। চুলকে যে কোনও ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে এই জুঁই। এছাড়া উকুনের সমস্যা মেটাতে ও চুলের জেল্লা ফেরাতেও সাহায্য করে।
কীভাবে ব্য়বহার করবেন?
জুঁইয়ের এসেনশিয়াল অয়েল নিন, তাতে নারকেল তেল, আরগন অয়েল ও ভিটামিন ই ক্য়াপসুল মিশিয়ে ব্যবহার করলেই কাজ শেষ।