
আবহাওয়ার খামখেয়ালিপনায় মুখ কুব তাড়াতাড়ি কালো হয়ে যাচ্ছে। কাজের প্রয়োজনে বাড়ির বাইরে আমাদের বেরোতেই হয়। এবার মুখে যতই সানস্ক্রিন লাগানো থাক না কেন রোদ, দূষণে মুখ অনেক বেশি কালো হয়ে যায়। শুধু ফেসওয়াশ দিয়ে ধয়ে এই কালচে দাগ তোলা যায় না। তাই বাড়িতেই বানিয়ে নিন এই ফেস প্যাক

প্রথমে দু চামচ কফির সঙ্গে এক চামচ শ্যাম্পু মিশিয়ে নিতে হবে। এবার হাফ চামচ মধু, এক চামচ অ্যালোভেরা জেল মেশান। এবার এতে একটু নারকেল তেল মিশিয়ে নিতে হবে, ব্যাস তৈরি হয়ে গেল ক্লিনজার

প্রথমে ভাল করে জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এবার ভেজা অবস্থাতেই এই প্যাক লাগিয়ে ভাল করে মালিশ করে নিতে হবে। যে কোনও প্যাক ভেজা অবস্থাতেই বেশি ভাল কাজ করে

মুখে এই প্যাক ভাল করে লাগিয়ে নিন। ঠোঁটেও লাগিয়ে নেবেন। মুখের যে কোনও দাগ তুলে দিতেও সাহায্য করবে এই প্যাক। এক মিনিট মত ম্যাসাজ করুন

এবার জল দিয়ে মুখ ভাল করে ধুয়ে নিতে হবে। ত্বকে যদি ব্ল্যাক হেডসের সমস্যা থাকে, দাগ, প্যাচ থাকে তাহলেও এই প্যাক লাগিয়ে নিন। সারাদিন যদি রোদে ঘোরা হয় তারপর বাড়িতে এসে এই ফেসপ্যাক লাগালেও ভাল কাজ হবে

এবার ডি ট্যান প্যাক তৈরি করুন। এক চামচ কফির সঙ্গে এক চামচ ফেসওয়াশ মিশিয়ে নিন। হাফ চামচ নারকেল তেলও দিতে হবে এতে কোনও রকম জল পড়বে না। মুখে এই প্যাক লাগিয়ে নিতে হবে

এই প্যাক খুব ভাল ডি-ট্যানিং করে। প্যাক লাগিয়ে অন্তত ১০ মিনিট রেখে দিতে হবে। যেখানে ট্যান পড়েছে সেখানেই লাগান কাজ হবে। চোখের তলার কালি দূর করে দিতেও এই প্যাক ভাল কাজ করে।

ওয়েট টিস্যু দিয়ে প্রথমে এই প্যাক মুছে নিতে হবে। এবার জল দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিতে হবে। মুখ ভাল করে ধুয়ে মুছে কোনও ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এতে মুখ ভীষণ ফ্রেশ লাগবে যাবতীয় ট্যান উঠে যাবে আর মুখ ভীষণ নরমও থাকবে