
আবহাওয়া সবচেয়ে বেশি ক্ষতি করে আমাদের ত্বকের। তার সঙ্গে যদি দূষণ দোসর হয়, তখন সমস্যা আরও বাড়ে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হল, আবহাওয়া পরিবর্তন ও দূষণ এবং ভুল স্কিন কেয়ার রুটিন আমাদের ত্বকের জেল্লা কেড়ে নেয়। যে কারণে অনেকেই পার্লারের দ্বারস্থ হন ফেসিয়াল করাতে। কিন্তু সবসময় ফেসিয়াল করা মাত্র যে ত্বকের জেল্লা ফিরে পাবেন এমন নয়। ফেসিয়াল করালে অবশ্যই ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে। কিন্তু ত্বকের ধরন অনুযায়ী ফেসিয়াল না করালে কোনও উপকারই মেলে না। ত্বকের তাৎক্ষণিক জেল্লা ফিরে পেতে ফেসিয়ালের বদলে স্ক্রাবকে বেছে নিন। এতে শুধু মুখ নয়, হাত ও পায়ের ট্যানও দূর হয়ে যাবে। তাছাড়া টাকা খরচ করে এই স্ক্রাব কিনতে হবে না। বরং, সহজ উপায়ে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। রইল ৩টি বডি স্ক্রাবের খোঁজ।
১) লেবুর রসের তৈরি বডি স্ক্রাব
১ কাপ চিনি নিন। এতে ১টা পাতিলেবুর রস এবং ২-৩ চামচ অলিভ অয়েল বা নারকেল তেল ভাল করে মিশিয়ে নিন। ব্যস তৈরি স্ক্রাব। এই বডি স্ক্রাব আপনি মুখে, হাত-পায়ে এবং দেহের অন্যান্য অংশেও ব্যবহার করতে পারবেন। এমনকী এই স্ক্রাব ব্যবহারের মাধ্যমে কনুই, হাঁটুর কালো ছোপও দূর করতে পারবেন। এই স্ক্রাব ব্যবহারের পর অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।
২) কফি ও মধুর বডি স্ক্রাব
কফি ত্বকের উজ্জ্বল করে এবং মধু ত্বককে হাইড্রেটেড ও ময়েশ্চারাইজড রাখতে সাহায্য করে। তাই এই দুই উপাদানের সংস্পর্শে আপনি পেতে পারেন জেল্লাদার ত্বক। ১ কাপ কফির গুঁড়ো নিন। এতে ১/২ কাপ চিনি বা সৈন্ধব লবণ মিশিয়ে নিন। এবার এতে মেশান ১/২ কাপ অলিভ অয়েল বা নারকেল তেল, ২-৩ চামচ মধু এবং কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। স্নানের সময় এই বডি স্ক্রাব ব্যবহার করুন। এটি আপনার ত্বককে এক্সফোলিয়েট করতে এবং মৃত কোষ দূর করতে সাহায্য করবে। পাশাপাশি ত্বকের দাগছোপ দূর করবে এবং ক্ষত নিরাময়ে সাহায্য করবে।
৩) ওটসের বডি স্ক্রাব
ওজন কমাতে ও ফিট থাকতে অনেকেই ওটমিল খান। এবার সেই ওটসকে কাজে লাগান ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে। ১ কাপ ওটস নিন। এতে ১/৪ কাপ চিনি, ১/৪ কাপ নারকেল তেল এবং ২-৩ চামচ মধু মিশিয়ে নিন। যাঁদের শুষ্ক ত্বক তাঁদের জন্য আদর্শ এই বডি স্ক্রাব। এই বডি স্ক্রাব যেমন ত্বকের জেল্লা বাড়িয়ে তুলবে, তেমনই ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে।