Raisin Water: ত্বকের জেল্লা ফেরাতে এই টোনারের কোনও জুড়ি নেই, পুজোর আগে অবশ্যই ট্রাই করুন
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Sep 19, 2023 | 9:00 AM
Raisin Toner: কিশমিশের টোনার ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে। কিশমিশের মধ্যে থাকা ভিটামিন ই এই কাজে সাহায্য করে। ২ চামচ কিশমিশ হাফ গ্লাস জলে সারারাত ভিজিয়ে রাখতে হবে। এই টোনার রাতে ব্যবহার করতে আর তা তুলোয় করে ব্যবহার করতে হবে। টানা ১ মাস ব্যবহার করতে পারলে তবেই রেজাল্ট পাবেন
1 / 8
যতই নিউইয়ার, খ্রিসমাসের হাতছানি থাক না কেন বাঙালি সারাবঠর ধরে প্ল্যানিং করে দুর্গাপুজোর। পুজোর চারটে দিন কেমন কাটবে, বন্ধুদের সঙ্গে আড্ডা, পুজোর আয়োজন, কোন দিন কেমন শাড়ি পরা হবে ইত্যাদি
2 / 8
পুজোর আগে সকলে যেমন ওজন কমাতে উঠে পড়ে লাগেন তেমনই ত্বকের পরিচর্যাতেও কিন্তু কোনও খামতি থাকে না। পুজোর আগে ভিড় বাড়ে পার্লারে। হেয়ার কাট, ফেসিয়াল, থ্রেডিং আরও কত কিছু থাকে লিস্টে
3 / 8
পছন্দের শাড়ি, জামা ম্যাচিং করে জুতো, গয়না, কানের দুল, ব্যাগ, টিপ, পারফিউম- কেনাকাটার যেন কোনও শেষ থাকে না। পুজোর অন্তত তিন মাস আগে থেকেই ভিড় বাড়তে শুরু করে সব জিমে।
4 / 8
বাড়তি ওজন ঝরিয়ে ফেলতে সকলেই খুব তৎপর। ওজন প্রয়োজনের তুলনায় বেশি থাকলে দেখতে মোটেই ভাল লাগে না। আর ওজন বেশি থাকলে শরীরে একাধিক সমস্যাও আসতে থাকে।
5 / 8
সব সময় সকলের পক্ষে পার্লারে গিয়ে রূপচর্চা সম্ভব হয় না। এতে খরচ তো বেশি হয়ই সঙ্গে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে ত্বকেরও ক্ষতি হয়। চামড়া সাত তাড়াতাড়ি কুঁচকে যায়, গুটিয়ে থাকে। এক্ষেত্রে সবথেকে ভাল যদি মেনে চলেন এই সব ঘরোয়া টোটকা
6 / 8
কিশমিশ ভেজানো জল শরীরের জন্য যেমন ভাল ত্বকের জন্যও কিন্তু তা উপকারী। নিয়মিত কিশমিশ মেশানো জল খেলে একাধিক শারীরিক সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায়। কিশমিশের মধ্যে থাকে বিভিন্ন উপকারী খনিজ এবং ভিটামিনের
7 / 8
এছাড়াও কিশমিশ অ্যান্টিঅক্সিড্যান্ট, ফেনল এবং ফ্ল্যাভনয়েডসে ঠাসা। ফলে ত্বকের ফ্রি ব়্যাডিকালসের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখে কিশমিশ। এছাড়াও কিশমিশে থাকে ভিটামিন সি যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে
8 / 8
কিশমিশের টোনার ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে। কিশমিশের মধ্যে থাকা ভিটামিন ই এই কাজে সাহায্য করে। ২ চামচ কিশমিশ হাফ গ্লাস জলে সারারাত ভিজিয়ে রাখতে হবে। এবার তা ছেঁকে ফ্রিজে রেখে ঠান্ডা করে ব্যবহার করুন