পুজোর আগে পার্লার যাওয়ার হিড়িক? বাড়িতে বসে এই নিয়ম মানলেই কেল্লাফলে

ত্বককে ভাল রাখার জন্য নামীদামি প্রসাধনীর প্রয়োজন পড়ে না। এমনকি প্রতি মাসে পার্লারে যাওয়ারও দরকার নেই। অল্প কিছু প্রসাধনী দিয়েই ত্বকের যত্ন নেওয়া যায়। শুধু আপনাকে নিজের জন্য সারাদিনে ১৫ মিনিট সময় বের করতে হবে।

পুজোর আগে পার্লার যাওয়ার হিড়িক? বাড়িতে বসে এই নিয়ম মানলেই কেল্লাফলে

| Edited By: জয়িতা চন্দ্র

Sep 01, 2025 | 3:15 PM

পুজোর আগে পার্লারে যাওয়ার হিড়িক পড়ে যায়। বিশেষ দিনে চাই ত্বকে সোনার মতো জেল্লা। তাই তো হাজার খানেক টাকা খসিয়ে ফেসিয়াল, স্কিন ট্রিটমেন্ট করান। কিন্তু পুজোর আগে পার্লারে ভিড় না করে এখন থেকে ত্বকের যত্ন নিন। পুজো আসতে এখনও মাস দেড়েকের বেশি সময় রয়েছে। এখন থেকে ত্বকের সঠিক পরিচর্যা করলে শেষ বেলায় আর চিন্তা করতে হবে না। পুজোর আগেই পেয়ে যাবেন উজ্জ্বল ত্বক। আজ থেকেই দিনে দু’বার এই নিয়ম মেনে ত্বকের যত্ন নেওয়া শুরু করে দিন।

ত্বককে ভাল রাখার জন্য নামীদামি প্রসাধনীর প্রয়োজন পড়ে না। এমনকি প্রতি মাসে পার্লারে যাওয়ারও দরকার নেই। অল্প কিছু প্রসাধনী দিয়েই ত্বকের যত্ন নেওয়া যায়। শুধু আপনাকে নিজের জন্য সারাদিনে ১৫ মিনিট সময় বের করতে হবে। স্কিন কেয়ার রুটিন মানতে হবে। আর তাতেই আপনি পেয়ে যাবেন জেল্লাদার ও দাগছোপহীন ত্বক। ত্বকের CTM রুটিন ফলো করুন।

ক্লিনজিং: জেল্লাদার ত্বক পাওয়ার প্রথম শর্তই হল ক্লিনজিং। দিনে দু’বার মুখ পরিষ্কার করুন। সকালে ঘুম থেকে উঠে কিংবা স্নান করতে যাওয়ার ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। একইভাবে রাতেও ঘুমোতে যাওয়ার আগে ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করে নিন। ভাল মানের ক্লিনজার ব্যবহার করে মুখ পরিষ্কার করে নিন। পাশাপাশি ত্বকের ধরন অনুযায়ী ক্লিনজার বেছে নিন।

টোনার: ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় না রাখলে ত্বকের সমস্যা বাড়ে। ত্বক অতিরিক্ত রুক্ষ বা অতিরিক্ত তৈলাক্ত হয়ে যায়। ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কারের পর ত্বকের ওই পিএইচ স্তরের ভারসাম্য ফিরিয়ে আনা দরকার। আর এই কাজটা করে টোনার। তুলোর বলে টোনার নিয়ে ত্বকের উপর বুলিয়ে নিন। সকালে ও রাতে দু’বারই মুখ পরিষ্কারের পর এই টোটকা মেনে চলুন। অ্যালকোহল রয়েছে, এমন টোনার ব্যবহার করবেন না।

ময়েশ্চারাইজার: টোনারের পরের ধাপই হল ময়েশ্চারাইজিং। তৈলাক্ত ত্বক হলেও অবশ্যই মুখে ময়েশ্চারাইজার মাখবেন। সকাল ও রাত দু’বেলাই ময়েশ্চারাইজার মাখবেন। আবহাওয়া ও ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার বেছে নিন। আর সকালে অবশ্যই ময়েশ্চারাইজারের পর সানস্ক্রিন মাখবেন। এই ৩ ধাপ টানা ১ মাস ব্যবহার করলেই পাবেন জেল্লাদার ত্বক।