Picnic: প্ল্যান করছেন পিকনিকের? বাংলায় বনভোজন শব্দের উৎপত্তি কোথা থেকে জানেন?

বছরের শেষে বা নতুন বছরের শুরুতে বাঙালিদের মধ্যে বনভোজনের খুব চল রয়েছে। যদিও এই শব্দের সঠিক অর্থ অনেকের অজানা। বাংলায় এই শব্দের উৎপত্তি জানেন?

Picnic: প্ল্যান করছেন পিকনিকের? বাংলায় বনভোজন শব্দের উৎপত্তি কোথা থেকে জানেন?
Picnic: চলছে বনভোজনের পরিকল্পনা, বাংলায় এই শব্দের উৎপত্তি কোথা থেকে জানেন?

Dec 12, 2024 | 4:58 PM

শীতকাল মানেই অনেকের মনে হয় কোথাও একটু বেড়াতে গেলে ভালো হয়। কখনও বাড়ির সকলে মিলে, কখনও আবার বন্ধুরা মিলে হইচই করতে করতে পিকনিকের (Picnic) প্ল্যানও হয়। বছরের শেষে অনেকেই কাছেপিঠে পিকনিক করার পরিকল্পনা করেন। অনেকে আবার নতুন বছরের শুরুতে পিকনিক করেন। পিকনিক তো ইংরেজি শব্দ, এর পাশাপাশি বনভোজন শব্দটিও খুবই প্রচলিত। বাঙালিদের মধ্যে বনভোজনের খুব চল রয়েছে। যদিও এই শব্দের সঠিক অর্থ অনেকের অজানা। বাংলায় এই শব্দের উৎপত্তি জানেন?

বনভোজন শব্দটি বলতে গেলে, বনে গিয়ে খাবার খাওয়া এবং আনন্দ করাকে বোঝায়। এ কথা বললেই অনেকের মন আনন্দে নেচে ওঠে। বনভোজনের আয়োজন হলে সকলে মিলে হইচই করে থাকেন। ভালো খাবার-দাবারের ব্যবস্থা থাকে। পাশে থাকে বাড়তি বিনোদনের জন্য খেলাধূলার আয়োজন। এটা অবশ্য ব্যক্তিবিশেষে আলাদা হয়। বনভোজনে বাচ্চারা থাকলে, তাদের ব্যাডমিন্টন খেলতে দেখা যায়। এ দৃশ্য খুব পরিচিত।

বাংলায় বনভোজন শব্দের উৎপত্তি এবং ব্যবহার কী? বনভোজন শব্দটি বাংলাতে অতি পরিচিত। এই শব্দটি দিয়ে বোঝানো হয় বনে বা প্রাকৃতিক পরিবেশে গিয়ে একসঙ্গে অনেকে মিলেমিশে খাবার খাওয়া এবং আনন্দ করা। বনভোজন শব্দের অর্থ কী? “বন” শব্দটির অর্থ বন বা জঙ্গল। “ভোজন” শব্দের অর্থ খাওয়া। তাই “বনভোজন” শব্দের আক্ষরিক অর্থ হল বনে ভোজন করা।

বাংলায় এই শব্দের ব্যবহার বহুদিন থেকে হয়ে আসছে। অনেকে মনে করেন, ইংরেজি “পিকনিক” শব্দটি থেকেই বাংলায় “বনভোজন” শব্দটি এসেছে। বাংলায় বনভোজনের আরেকটি সমার্থক শব্দ হল “চড়ুইভাতি”। এই শব্দটিও পিকনিক করা বা বনভোজনের জন্য ব্যবহৃত হয়।