Oily Skin: বেসন দিয়ে মুখ পরিষ্কার করেন? ফেসপ্যাকে এই উপাদান মেশালে ব্রণও পালাবে তেলের সঙ্গে
Besan Face Packs: তৈলাক্ত ত্বকের সমস্যা থেকে নিস্তার পেতে ফেসওয়াশ ও টোনারই ভরসা। মাইল্ড ক্লিনজার ত্বকে জমে থাকা অতিরিক্ত তেল, ময়লা, ব্যাকটেরিয়া পরিষ্কার করে দেয়। টোনার ওপেন পোরসের সমস্যা দূর করে এবং ত্বককে হাইড্রেট রাখে। কিন্তু এই স্কিন কেয়ার রুটিন মেনে চলার পরও ভুগতে হয় অয়েলি স্কিনের সমস্যায়। এক্ষেত্রে কাজে আসতে পারে হেঁশেলে দু'টি সাধারণ উপাদান।

গরমের সবচেয়ে অস্বস্তিকর বিষয় হল ঘাম আর অয়েলি স্কিন। ত্বকের তৈলাক্ত ভাব বেড়ে যায় একটু গরম পড়লেই। বার বার ফেসওয়াশ করলেও যেন তেলতেলে ভাব থেকে নিস্তার মেলে না। আর এই তৈলাক্ত ত্বকের কারণে রোমকূপগুলোয় ময়লা, ঘাম জমে। দেখা দেয় ব্রণ, ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডসের সমস্যা। মূলত, ত্বকের রোমকূপ থেকে অত্যধিক পরিমাণে সিবাম নিঃসৃত হয়, যে কারণে মুখে তেলতেলে ভাব বেড়ে যায়।
তৈলাক্ত ত্বকের সমস্যা থেকে নিস্তার পেতে ফেসওয়াশ ও টোনারই ভরসা। মাইল্ড ক্লিনজার ত্বকে জমে থাকা অতিরিক্ত তেল, ময়লা, ব্যাকটেরিয়া পরিষ্কার করে দেয়। টোনার ওপেন পোরসের সমস্যা দূর করে এবং ত্বককে হাইড্রেট রাখে। কিন্তু এই স্কিন কেয়ার রুটিন মেনে চলার পরও ভুগতে হয় অয়েলি স্কিনের সমস্যায়। এক্ষেত্রে কাজে আসতে পারে হেঁশেলে দু’টি সাধারণ উপাদান। বেসন ও হলুদ। ত্বকের যত্নে দুর্দান্ত কাজ করে বেসন ও হলুদ।
বেসন ও হলুদ মেলবন্ধন ত্বকের উপর প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এটি ত্বকের তেল উৎপাদনকে নিয়ন্ত্রণ করে। বেসন ত্বকের অতিরিক্ত তেল শোষণে সাহায্য করে। অন্যদিকে, হলুদের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। এটি ত্বককে ব্রণ, ফুসকুড়ির হাত থেকে রক্ষা করে এবং ত্বকের প্রদাহ কমায়। ব্রণ, সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যা দূর করতে বেসন ও হলুদ উপযোগী।
যেভাবে ব্যবহার করবেন বেসন ও হলুদের ফেসপ্যাক-
১ চামচ বেসনের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এতে গোলাপ জল বা টক দই মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে ফেলুন। প্রথমে ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর বেসন ও হলুদের ফেসপ্যাক মুখে মেখে নিন। ১৫-২০ মিনিট রেখে ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকে সপ্তাহে ২-৩ বার এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।
বেসন ও হলুদের ফেসপ্যাকের গুণাগুণ বাড়ান এই উপায়ে-
***বেসন ও হলুদের ফেসপ্যাকে আপনি মধু যোগ করতে পারেন। মধুতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। এটি ব্রণর সমস্যা দূর করে এবং ত্বককে ময়েশ্চারাইজড রাখে।
***ত্বকের জেল্লা ফেরাতে এবং তেল উৎপাদনকে নিয়ন্ত্রণ করতে বেসন ও হলুদের ফেসপ্যাকে লেবুর রস মিশিয়ে ব্যবহার করুন।
***টক দইয়ের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ও ল্যাকটিক অ্যাসিড রয়েছে। বেসনের সঙ্গে টক দই মেশালে এটি ত্বককে এক্সফোলিয়েট করবে এবং ট্যান দূর করবে।
***সিবাম উৎপাদনকে নিয়ন্ত্রণ করতে লেবুর রসের পাশাপাশি বেসন ও হলুদের ফেসপ্যাকে টমেটো রস মিশিয়ে ব্যবহার করতে পারেন।
