Grey Hair Remedies: অকালেই চুল পেকে যাচ্ছে? হেঁশেলের এই সাধারণ উপাদান দিয়ে ঢেকে ফেলুন পাকা চুল

Home Remedies: চুলে পাক ধরার আর কোনও নির্দিষ্ট বয়স নেই। ৩০-এও মাঝে মাঝে উঁকি দেয় ধূসর চুল। কিছু মানুষের ক্ষেত্রে চুলের অকালপক্কতার পিছনে জিনগত কারণও দায়ী। আবার অনেক ক্ষেত্রে অত্যধিক মানসিক চাপে থাকলে, পরিবেশ দূষণের জেরেও অল্প বয়সেই চুলে পাক ধরে যায়।

Grey Hair Remedies: অকালেই চুল পেকে যাচ্ছে? হেঁশেলের এই সাধারণ উপাদান দিয়ে ঢেকে ফেলুন পাকা চুল

|

Jul 30, 2024 | 3:49 PM

চুলে পাক ধরার আর কোনও নির্দিষ্ট বয়স নেই। ৩০-এও মাঝে মাঝে উঁকি দেয় ধূসর চুল। কিছু মানুষের ক্ষেত্রে চুলের অকালপক্কতার পিছনে জিনগত কারণও দায়ী। আবার অনেক ক্ষেত্রে অত্যধিক মানসিক চাপে থাকলে, পরিবেশ দূষণের জেরেও অল্প বয়সেই চুলে পাক ধরে যায়। আর পাকা চুলে রং না করিয়ে কোনও উপায় থাকে না। সাদা চুলকে ঢাকতে কেউ সাহায্য নেন হেনার, আবার কেউ হেয়ার কালার করিয়ে নেন। কিন্তু এগুলো স্থায়ী সমাধান নয়। হেঁশেলে থাকা উপাদান দিয়েও কিন্তু পাকা চুলের সমস্যা দূর করতে পারেন।

রান্নায় প্রায়শই কালো জিরে ফোড়ন দেন। এই কালো জিরে যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনই চুলের যত্ন নেয়। ডায়াবেটিস, কোলেস্টেরলের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায় কালো জিরে। অন্যদিকে, কালো জিরে পাকা চুলকে পুনরায় কালো করতে সক্ষম।

চুলে মেলানিন থাকে, যা চুলের কালো ভাবকে ধরে রাখতে সাহায্য করে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই মেলানিনের পরিমাণ হ্রাস পেতে থাকে। এর জেরেই চুল সাদা হতে থাকে। কালো জিরে খুশকি দূর করে। চুলের গোড়া মজবুত করে। পাশাপাশি চুলে মেলানিনের ঘাটতি পূরণ করে কালো জিরে।

চুলের যত্নে কালো জিরের তেল ব্যবহার করতে পারেন। নারকেল তেলের সঙ্গে কালো জিরে ফুটিয়ে নিন। কিংবা নারকেল তেলে কালো জিরে ভিজিয়ে ৭-১০ দিন রেখে দিন। সপ্তাহে দু-তিন বার চুলে মাখুন এই কালো জিরের তেল। ঘণ্টাখানেক রেখে শ্যাম্পু করে নিন। নিয়মিত এই কালো জিরের তেল ব্যবহার করলে পাকা চুলের সমস্যা সহজেই দূর হয়ে যাবে। এছাড়া এতে চুল পড়া কমবে। চুলের জেল্লা বাড়বে। নতুন চুল গজাতেও সাহায্য করবে কালো জিরের তেল।