Winter Tips: বডি লোশন না বডি অয়েল, শীতে ঘরে ঘরে কে গোল দিচ্ছে কাকে?

Dec 10, 2024 | 7:00 AM

Body Oil vs Body Lotion: অনেকের শরীর শীতে এতই টান টান হয়ে যায় যে ফেটে যায়। অনেকের ব়্যাশ বেরোয়, চুলকায়। শীতের শুষ্ক ত্বক ঠিক করার জন্য বডি লোশন না বডি অয়েল কোনটি ব্যবহার করা উচিত? বাড়ি বাড়ি কীসের ব্যবহার বেশি?

Winter Tips: বডি লোশন না বডি অয়েল, শীতে ঘরে ঘরে কে গোল দিচ্ছে কাকে?
বডি লোশন না বডি অয়েল, শীতে ঘরে ঘরে কে গোল দিচ্ছে কাকে?

Follow Us

শীতকাল (Winter) মানেই অনেকের খুব পছন্দের। আবার অনেকের কাছে সমস্যায়। বছরের এই সময়টা অনেকের ত্বক অনেক সময় রুক্ষ, শুষ্ক হয়ে যায়। ত্বকের আর্দ্রতা হারিয়ে যায়। অনেকের শরীর শীতে এতই টান টান হয়ে যায় যে ফেটে যায়। অনেকের ব়্যাশ বেরোয়, চুলকায়। শীতের শুষ্ক ত্বক ঠিক করার জন্য বডি লোশন না বডি অয়েল কোনটি ব্যবহার করা উচিত? বাড়ি বাড়ি কীসের ব্যবহার বেশি?

বডি লোশন হোক বা বডি অয়েল শীতকালে এই দুইয়ের ব্যবহার করা অত্যন্ত জরুরি। কেন জানেন? শীতের শুষ্ক হাওয়ায় আমাদের ত্বকে আর্দ্রতা হারিয়ে যায়। এই সমস্যা থেকে বাঁচতে বডি লোশন বা বডি অয়েল দুইয়ের মধ্যে যে কোনওটি ব্যবহার করা প্রয়োজন। অনেক বডি অয়েল অল্প চিটচিটে হয়। যদি তা না চান, তা হলে বডি লোশন ব্যবহার করতে পারেন।

ত্বকের ধরন অনুযায়ী বডি লোশন বা বডি অয়েল বেছে নেওয়া প্রয়োজন। যদি আপনার ত্বক খুব শুষ্ক হয়, তা হলে শিয়াবাটার, অর্গান অয়েল বা কোকোয়া বাটারযুক্ত বডি লোশন ব্যবহার করতে পারেন। যদি আপনার ত্বক তৈলাক্ত হয়, তা হলে হালকা এবং অ্যাস্ট্রিঞ্জেন্ট বডি লোশন ব্যবহার করতে পারেন।

এই খবরটিও পড়ুন

অনেকের মতে বডি লোশনের থেকে বডি অয়েল খানিক এগিয়ে রয়েছে। জেনে নিন কারণগুলি—

  • বডি অয়েল ত্বককে অনেকটা বেশি সময় সুরক্ষিত রাখে।
  • বডি লোশন খুব তাড়াতাড়ি ত্বকে মিশে যায়।
  • বডি লোশনের তুলনায় বডি অয়েল মাখলে ত্বক বেশিমাত্রায় নরম হয়।
  • বডি অয়েল ম্যাসাজ করলে ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে। ত্বকের কোষগুলি পুষ্টি পায়।
  • বডি অয়েল ত্বককে উজ্জ্বল করে। স্নানের পরে ত্বক ভিজে থাকা অবস্থায় বডি অয়েল মাখলে ভালো ফল মেলে।
  • রাতে ঘুমনোর আগে বডি অয়েল মাখতে পারেন। এতে রাতে ত্বক ভালোভাবে ময়েশ্চারাইজড থাকবে।

 

Next Article