
মস্তিস্ক-খেকো অ্যামিবার কথা শুনেই ভয় পাচ্ছেন! কী মৃত্যু ভয়? কিন্তু আপনাদের যদি বলি মস্তিষ্ক খেকো অ্যামিবার থেকে আরও ভয়ঙ্কর ‘দানব’ আগে থেকেই রয়েছে, যে প্রতিদিন কুরে কুরে খাচ্ছে আমাদের মস্তিষ্ক। ধীরে, ধীরে। নিঃশব্দে। আস্তে আস্তে আপনার মাথাকে নিয়ন্ত্রণ করছে সে। আফিমের নেশার মতো আপনি বুঁদ হয়ে পড়ছেন, কিন্তু বেরতে পারছেন না। এ কিন্তু মৃত্যু থেকেও বড় ভয়ঙ্কর। ব্রেন রট কী? যা বলছিলাম, ব্রেন রট বা মস্তিষ্কের পচন। এটা আসলে কোনও মেডিক্যাল টার্ম নয়। চলতি শব্দ। মূলত ইন্টারনেট ব্যবহারকারীরাই তৈরি করেছেন এই শব্দটি। কী এই ব্রেন রট? বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে নিম্নমানের, অগভীর বা একঘেয়ে ডিজিটাল কনটেন্ট, যেমন ধরুন: মিম, ছোট ভিডিয়ো যেখানে প্রয়োজনীয় কোনও তথ্য নেই, তা দেখার ফলে মস্তিষ্কের কার্যক্ষমতার উপর যে নেতিবাচক প্রভাব পড়ে, তাকেই ‘ব্রেন রট’ বলা হয়। সোজা কথায়, এটি মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যাওয়ার অনুভূতি। ...