শুধু গ্র্যাজুয়েট হলে কি ভালো চাকরি মিলবে? রিসার্চ কী বলছে?
চাকরি সংক্রান্ত ওয়েব সাইটের তথ্য অনুযায়ী যে কোনও বিষয়ের গ্র্যাজুয়েটদের এই সেক্টরে ঢোকার সুযোগ রয়েছে। কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, ব্যাক-অফিস অপারেশন, প্রসেস অ্যাসোসিয়েট—এই ধরনের পদে ডিগ্রির চেয়ে বেশি কমিউনিকেশন স্কিল ও শেখার ইচ্ছাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়।

কলেজ পাশ করার পর অনেকের মনেই একটা প্রশ্ন ঘোরে “পোস্ট গ্র্যাজুয়েশন না করলে কি ভালো চাকরি পাওয়া যাবে?” চারপাশে যখন অনেকেই MBA, MTech বা অন্যান্য উচ্চশিক্ষার কথা ভাবছেন, তখন শুধু গ্র্যাজুয়েশন নিয়ে চাকরির বাজারে টিকে থাকা নিয়ে বেশ ভয় পান অনেকে। কিন্তু সাম্প্রতিক চাকরির বাজারের তথ্য অনুযায়ী, বিভিন্ন নিয়োগ সংস্থা ও কেরিয়ার প্ল্যাটফর্মের রিপোর্ট অনুযায়ী, শুধু গ্র্যাজুয়েশন থাকলেও একাধিক প্রাইভেট সেক্টরে চাকরির সুযোগ এখনও রয়েছে বিশেষ করে যাঁরা কাজ শিখতে আগ্রহী তাঁদের জন্য।
কোন কোন সেক্টরে কাজ করতে পারবেন গ্র্যজুয়েটরা?
কাস্টমার সাপোর্ট ও BPO সেক্টর
চাকরি সংক্রান্ত ওয়েব সাইটের তথ্য অনুযায়ী, যে কোনও বিষয়ের গ্র্যাজুয়েটদের এই সেক্টরে ঢোকার সুযোগ রয়েছে। কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, ব্যাক-অফিস অপারেশন, প্রসেস অ্যাসোসিয়েট—এই ধরনের পদে ডিগ্রির চেয়ে বেশি কমিউনিকেশন স্কিল ও শেখার ইচ্ছাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়।
সেলস ও মার্কেটিং
লিঙ্কডিনের মত চাকরি নিয়োগকারী সংস্থার তথ্য অনুযায়ী গ্র্যাজুয়েশন থাকলে বহু সংস্থা সেলস ও মার্কেটিং টিমে নিয়োগ করে। ফিল্ড সেলস, কর্পোরেট সেলস, রিলেশনশিপ ম্যানেজমেন্ট এই কাজগুলিতে বিষয়ভিত্তিক ডিগ্রির চেয়ে পারফরম্যান্স ও টার্গেট ম্যানেজমেন্টকে বেশি গুরুত্ব দেওয়া হয়।
ব্যাংকিং ও ফিনান্স (প্রাইভেট সেক্টর)
RBI & Banking Recruitment Notifications অনুযায়ী, প্রাইভেট ব্যাংক ও NBFC-তে রিলেশনশিপ এক্সিকিউটিভ, অপারেশন স্টাফ, কাস্টমার রিলেশন অফিসারের মতো পদে প্রাথমিক যোগ্যতা গ্র্যাজুয়েশন। সরকারি ব্যাংকের ক্ষেত্রেও গ্র্যাজুয়েশন থাকলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসা যায়।
HR ও রিক্রুটমেন্ট
HR Industry Hiring Reports (Indeed India) বলছে অনেক সংস্থায় HR এক্সিকিউটিভ বা রিক্রুটমেন্ট কো-অর্ডিনেটর পদে গ্র্যাজুয়েটদের নিয়োগ করা হয়। এই সব চাকরির ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন মানুষ সামলানোর দক্ষতা, যোগাযোগ ক্ষমতা ও মিলেমিশে কাজ করার, টিম নিয়ে কাজ করার ক্ষমতা।
রিটেল, ই-কমার্স ও সার্ভিস সেক্টর
Business Standard Employment Trends অনুযায়ী, রিটেল চেইন, ই-কমার্স সংস্থা ও সার্ভিস ইন্ডাস্ট্রিতে স্টোর অপারেশন, টিম কো-অর্ডিনেশন, কাস্টমার রিলেশন এই কাজগুলিতে গ্র্যাজুয়েটদের চাহিদা এখনও বেশি।
কেরিয়ার বিশেষজ্ঞদের মতে, আজকের দিনে চাকরির নিরাপত্তা শুধু ডিগ্রির উপর নির্ভর করে না। স্কিল আপডেট, কাজ শেখার মানসিকতা ও অভিজ্ঞতা এই তিনটি গুণ থাকলে চাকরি পাওয়া যায়। গ্র্যাজুয়েশন থাকলে সুযোগ মেলে ঠিকই, তবে উচ্চশিক্ষার কোনও বিকল্প নেই বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
