
বর্ষাকালে অনেকে পেটের রোগে ভোগেন। শুধু তাই নয়, এই সময় কারও কারও ত্বক ও চুলের সমস্যা মাথাচাড়া দেয়। অনেকের বর্ষায় মুঠো মুঠো চুল পড়ে। যদি আন্দাজমতো দেখেন যে ১০০টার বেশি চুল পড়ছে না, তা হলে সমস্যা নেই। কিন্তু এর থেকে বেশি চুল পড়লেই চিন্তা বাড়ার কথা। বর্ষায় একটা বড় সমস্যা হয়, চুল থেকে বাজে গন্ধ বেরোয়। কমবেশি সকলেই মনে করেন ভালো করে শ্যাম্পু করলে চুল থেকে দুর্গন্ধ শেষ হয়। কিন্তু সবসময় তা কাজে দেয় না। অনেক সময় চুল ভিজে অবস্থায় বেঁধে নিলে বা ঘাম বেশি হলে চুল থেকে খারাপ গন্ধ বেরোয়। সেই সঙ্গে চুল চিটচিটে লাগে। এমন অবস্থায় চুলের হাল কীভাবে ফেরাবেন? রইল কিছু সহজ উপায়।
১) যাঁর স্ক্যাল্প এবং চুল অতিরিক্ত তৈলাক্ত, তাঁকে নিয়মিত ব্যবধানে শ্যাম্পু করতেই হয়। কিন্তু হাতে সময় না থাকলে তখন কী করবেন? প্রথমে যে কোনও ট্যালকম পাউডার স্ক্যাল্পে ছড়িয়ে নিতে হবে। ১০-১৫ মিনিট সেই অবস্থায় থাকার পর শ্যাম্পু করতে হবে।
২) বর্ষায় ঘর-বাড়িতে দুর্গন্ধ দূর করতে অনেকেই এসেনশিয়াল অয়েল ব্যবহার করেন। এই একই টোটকা চুলের পরিচর্চাতেও যে কেউ কাজে লাগাতে পারেন। ১০০ মিলিলিটার জলে কয়েক ফোঁটা নিজের পছন্দ মতো যে কোনও এসেনশিয়াল অয়েল মেশান। তারপর সেই জল চুলে স্প্রে করুন। খারাপ গন্ধ দূর হবে।
৩) মার্কেটে নানা ধরনের হেয়ার মিস্ট পাওয়া যায়। যা চুলের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। শুধু তাই নয়, চুলের তৈলাক্ত ভাব দূর করতেও হেয়ার মিস্ট ব্যবহার করতে পারেন। তবে মাথায় রাখবেন হেয়ার মিস্ট যেন ‘ওয়াটার-বেস্ড’ মিস্ট হয়। তাহলে চুলের বোটকা গন্ধও দূর হয়ে যাবে।
৪) চুলের স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করতে গোলাপ জলের সাহায্য নিতে পারেন। গোলাপ জল হল এমন একটি প্রাকৃতিক উপাদান, যা ত্বক এবং চুলের যত্নে কাজে লাগে। হেয়ার মিস্ট না ব্যবহার করতে চাইলে চুল ও স্ক্যাল্পে গোলাপ জল স্প্রে করতে পারেন। তাতে চুলের বোটকা গন্ধ ভ্যানিশ হবে।