
শীত,গ্রীষ্ম, বর্ষা সারাবছর পিছু ছাড়তে চায় না ব্ল্যাকহেডসের সমস্যা। অনেকেই এই সমস্যা নিয়ে নাজেহাল। (ছবি:Pinterest)

ব্ল্যাকহেডসের হাত থেকে বাঁচতে অনেকেই নানা প্রসাধনীর উপর নির্ভর করেন। অনেকসময় এতেও কোনও কাজ হয়না। (ছবি:Pinterest)

এ বার এসব নামিদামী প্রসাধনী ছেড়ে নজরটা ঘোরান ঘরোয়া উপায়ে। এমন দুর্দান্ত সব উপায় রয়েছে, যা মানলে বিদায় জানাতে বাধ্য ব্ল্যাকহেডস।(ছবি:Pinterest)

আসলে ত্বকে দিনের পর দিন ময়লা জমলে দেখা দেয় ব্ল্যাকহেডসের সমস্যা। এ ছাড়া তৈলাক্ত ত্বকের জন্য এই সমস্যা দেখা দেয়। (ছবি:Pinterest)

ব্ল্যাকহেডসের সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন দুধ। এতে উপস্থিত ভিটামিন ও খনিজ ব্ল্যাকহেডস দূর করে। (ছবি:Pinterest)

এ বার আসা যাক কীভাবে ব্যবহার করবেন দুধ। একটি পাত্রে কয়েক চামচ দুধ দিন। তাতে কয়েক ফোঁটা লেবুর রস দিন। (ছবি:Pinterest)

আর এই মিশ্রণে কিছুটা পরিমাণ লবণ দিন। মিশ্রণটি ভালো করে গুলে ব্ল্যাকহেডসের উপরে ঘষে নিন। ফল পাবেন। (ছবি:Pinterest)

এ ছাড়া ব্যবহার করতে পারেন ওটসের প্যাক। এই প্যাক বানাতে লাগবে ওটসের গুঁড়ো ও দুধ। এই দুই উপাদান একসঙ্গে মিশিয়ে ব্যবহার করলেই কাজ হবে। (ছবি:Pinterest)

ড্রাগন ফল বর্তমানে অতি সুপরিচিত একটি নাম। আবহাওয়া অনুযায়ী এখন সারাদেশেই কম-বেশি চাষ হচ্ছে বিদেশি এই ফল। সবচেয়ে ভালো উৎপাদিত হয় পাহাড়ি এলাকায়।