Blisters: পুজোয় নতুন জুতো পরবেন? পায়ে যাতে ফোস্কা না পড়ে, তাই মানুন এই টিপসগুলি

Foot Care: পুজোর সময় প্যান্ডেলের ভিড় ঠেলে সারাদিন হাঁটাহাঁটি—এই সময় যদি কারও পায়ে পড়ে ফোস্কা, তা হলে উৎসবের আনন্দটাই মাটি! নতুন জুতো পরলে অনেকের পায়ে ফোস্কা হয়। অবশ্য তার জন্য বিরাট চিন্তার প্রয়োজন নেই। কয়েকটি সহজ টিপসই হবে কাজ।

Blisters: পুজোয় নতুন জুতো পরবেন? পায়ে যাতে ফোস্কা না পড়ে, তাই মানুন এই টিপসগুলি
Blisters: পুজোয় নতুন জুতো পরবেন? পায়ে যাতে ফোস্কা না পড়ে, তাই মানুন এই টিপসগুলিImage Credit source: Getty Images

Sep 13, 2025 | 6:39 PM

দুর্গাপুজোয় নতুন জামার পাশাপাশি নতুন জুতো ছাড়া কি আর সাজ সম্পূর্ণ হয়? কমবেশি সকলেই একবাক্যে উত্তর দেবেন, না হয় না। কিন্তু নতুন জুতো মানেই একটা বড় সমস্যা। কিছুক্ষণ হাঁটার পরেই পায়ে ঘষা লাগে, আর সেই সময় ধীরে ধীরে হতে থাকে বিরক্তিকর ফোস্কা। প্যান্ডেলের ভিড় ঠেলে সারাদিন হাঁটাহাঁটি—এই সময় যদি কারও পায়ে পড়ে ফোস্কা, তা হলে উৎসবের আনন্দটাই মাটি! নতুন জুতো পরলে অনেকের পায়ে ফোস্কা হয়। অবশ্য তার জন্য বিরাট চিন্তার প্রয়োজন নেই। কয়েকটি সহজ টিপস মেনে চললে নতুন জুতো পরলেও পায়ে ফোস্কার ভয় অনেকটাই কমবে।

মোজা পরতে পারেন

নতুন জুতো প্রথমে মোটা বা নরম মোজা পরে ব্যবহার করুন। এতে ঘর্ষণ কম হবে, পা ধীরে ধীরে জুতোর সঙ্গে মানিয়ে নেবে।

ভেসলিন বা ফুট ক্রিম লাগান

পায়ে বিশেষ করে গোড়ালি ও আঙুলের পাশে ভেসলিন বা ফুট ক্রিম মেখে নিলে ত্বক নরম থাকবে এবং কম ঘষা লাগবে।

ব্যান্ডেজ বা হিল-প্যাড ব্যবহার করুন

পায়ে যেসব জায়গায় বেশি ঘষা লাগে, আগে থেকেই ব্যান্ডেজ বা হিল-প্যাড লাগিয়ে রাখুন। বাজারে শু বাইট প্রোটেক্টর প্যাডও পাওয়া যায়।

আগে থেকে ট্রায়াল দিন

পুজোর আগে নতুন জুতো কয়েকদিন বাড়িতে পরে নিন। এতে জুতো নরম হবে, আর পা-ও মানিয়ে নেবে।

বেবি পাউডার ব্যবহার করুন

পায়ে ও জুতোর ভেতরে হালকা বেবি পাউডার ছিটিয়ে নিন। এমনটা হলে পায়ে ঘাম কমবে, আর ফোস্কার সম্ভাবনা কমে যাবে।

চামড়ার জুতোর ক্ষেত্রে টিপস

চামড়ার জুতো শক্ত থাকলে খবরের কাগজ ভিজিয়ে জুতোর ভেতরে গুঁজে সারা রাত রেখে দিন। এতে জুতো একটু ঢিলে হবে, আর আরামদায়ক লাগবে।

পুজোর আনন্দ যেন পায়ের যন্ত্রণায় মাটি না হয়, তাই নতুন জুতো কেনার পরেই যত্ন নিন। আর এই ছোট ছোট টিপস মেনে চলুন। তা হলে ফোস্কা নয়, আরামে হেঁটেই উপভোগ করুন উৎসবের দিনগুলো।