খুশকি ভেবে ড্রাই স্ক্যাল্পের চিকিৎসা করছেন না তো?

অন্যদিকে, মাথায় পর্যাপ্ত আর্দ্রতা না থাকলে ড্রাই স্ক্যাল্পের সমস্যা হয় । এই ক্ষেত্রে ফ্লেকস সাধারণত ছোট, সাদা ও শুকনো হয় এবং সহজেই ঝরে পড়ে। স্ক্যাল্প টানটান লাগে, কখনও হালকা চুলকানি হতে পারে। কিন্তু তৈলাক্ত ভাব থাকে না। তবে শুধু স্ক্যাল্পেই নয় শরীরের অন্যান্য অংশেও শুষ্ক ত্বকের সমস্যা হতে পারে।

খুশকি ভেবে ড্রাই স্ক্যাল্পের চিকিৎসা করছেন না তো?

Jan 27, 2026 | 6:57 PM

অনেকেই গাঢ় রঙের জামা পড়লে কাঁধে জমে সাদা ফ্লেকস। না জেনে খুশকি বলে এড়িয়ে যান কেউ কেউ। কিন্তু বিশেষজ্ঞদের মতে, সব ক্ষেত্রেই এই সমস্যা খুশকি নয়। অনেক সময় এটি ড্রাই স্ক্যাল্প বা অতিরিক্ত শুষ্ক ত্বকের কারণেও হতে পারে। দুটির উপসর্গ ও চিকিৎসা এক নয়, তাই পার্থক্য জানা বিশেষ ভাবে জরুরি। পার্থক্য না জেনে ভুল চিকিৎসা করছেন না তো?

খুশকি মূলত স্ক্যাল্পে অতিরিক্ত তেল জমলে এবং এক ধরনের ফাঙ্গাসের অতিবৃদ্ধির ফলে হয়। এতে স্ক্যাল্পে চুলকানি দেখা যায় এবং তুলনামূলকভাবে বড় আকারের, কখনও হলদেটে বা আঠালো ধরনের ফ্লেকস ঝরে পড়ে।এক্ষেত্রে স্ক্যাল্প সাধারণত তৈলাক্ত থাকে এবং সমস্যা দীর্ঘস্থায়ী হতে পারে।

অন্যদিকে, মাথায় পর্যাপ্ত আর্দ্রতা না থাকলে ড্রাই স্ক্যাল্পের সমস্যা হয় । এই ক্ষেত্রে ফ্লেকস সাধারণত ছোট, সাদা ও শুকনো হয় এবং সহজেই ঝরে পড়ে। স্ক্যাল্প টানটান লাগে, কখনও হালকা চুলকানি হতে পারে। কিন্তু তৈলাক্ত ভাব থাকে না। তবে শুধু স্ক্যাল্পেই নয় শরীরের অন্যান্য অংশেও শুষ্ক ত্বকের সমস্যা হতে পারে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি স্ক্যাল্প তৈলাক্ত হয় এবং ফ্লেকস তুলনামূলক বড় ও ঘন হয়, তাহলে তা ড্যান্ড্রাফ হওয়ার সম্ভাবনাই বেশি। আর যদি ফ্লেকস ধুলোর মতো শুকনো ও হালকা হয়, তাহলে সেটি ড্রাই স্ক্যাল্পের লক্ষণ।

চিকিৎসার ক্ষেত্রেও পার্থক্য রয়েছে। ড্যান্ড্রাফের ক্ষেত্রে অ্যান্টি-ড্যান্ড্রাফ শ্যাম্পু কার্যকর হলেও, ড্রাই স্ক্যাল্পে প্রয়োজন মাইল্ড ও ময়েশ্চারাইজিং শ্যাম্পু। গরম জল দিয়ে বারবার মাথা ধোয়া বা অতিরিক্ত কেমিক্যালযুক্ত হেয়ার প্রোডাক্ট ব্যবহার করলে দুটো সমস্যাই দেখা যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি দীর্ঘদিন ধরে চুলকানি, লালচে ভাব, ক্ষত বা চুল পড়ার সমস্যা বাড়তে থাকে, তাহলে নিজে থেকে চিকিৎসা না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিৎ।