Did You Know: কাউকে ‘অষ্টরম্ভা’ বলার আগে জেনে নিন আসল অর্থ

Ashtarambha: অনেকে কথায় কথায় প্রবাদ বলে নিজের জ্ঞানও জাহির করেন। আবার কেউ কেউ মাঝে মাঝে উপযুক্ত পরিবেশে এমন এক প্রবাদ বলেন, যা সেই পরিস্থিতিতে হয় জমে ক্ষীর! এক বহুল প্রচলিত প্রবাদ 'অষ্টরম্ভা'। এর মানে জানেন?

Did You Know: কাউকে অষ্টরম্ভা বলার আগে জেনে নিন আসল অর্থ
Did You Know: কাউকে 'অষ্টরম্ভা' বলার আগে জেনে নিন আসল অর্থImage Credit source: TV9 Bangla Graphics

Dec 21, 2024 | 7:35 PM

বাংলা ভাষায় প্রবাদ-প্রবচনের চল বহুদিনের। অনেকে কথায় কথায় প্রবাদ বলে নিজের জ্ঞানও জাহির করেন। আবার কেউ কেউ মাঝে মাঝে উপযুক্ত পরিবেশে এমন এক প্রবাদ বলেন, যা সেই পরিস্থিতিতে হয় জমে ক্ষীর! এক বহুল প্রচলিত প্রবাদ ‘অষ্টরম্ভা’ (Ashtarambha)। এই ছোট্ট একটা শব্দ ব্যবহার করে একে, ওকে খোঁচা দেওয়ার অনেকেরই স্বভাব। আপনিও কি মাঝে মধ্যে ব্যবহার করেন এই প্রবাদ? এর আসল অর্থ জানেন তো?

রম্ভা মানে কলা। আর অষ্টরম্ভা মানে আটটি কলা। কাজের বেলায় অষ্টরম্ভা। এ কথা প্রায়শই ব্যবহার করা হয়। কোনও ব্যক্তি কাজে পুরোপুরি ফাঁকি দিলে, তাঁকে সেই সময় বলা হয় অষ্টরম্ভা। আটটি কলা কেন? যোগী, সাধকরা আট প্রকার যোগে সিদ্ধি লাভ করেন। তা একত্রে অষ্টসিদ্ধি বলা হয়। যোগদর্শনে অষ্টসিদ্ধি কথার উল্লেখ রয়েছে। ভারতীয় ধর্ম অনুযায়ী, সিদ্ধি বলতে বোঝায় বস্তুগত, অলৌকিক, অতিপ্রাকৃত বা জাদুকরী কোনও ক্ষমতা। ধ্যান এবং যোগের মতো সাধনের মাধ্যমে সিদ্ধিলাভ হয়।

আট প্রকার সিদ্ধি হল — ১) অনিমা, ২) মহিমা বা কামাবসায়িতা, ৩) লঘিমা, ৪) গরিমা, ৫) প্রাপ্তি, ৬) প্রাকাম্য, ৭) ঈশিত্ব বা ঈশিতা ও ৮) বশিত্ব বা বশিতা। কোনও সাধক যদি এই আট সিদ্ধিলাভ করতে পারেন, তাকে বলা হয় অষ্টসিদ্ধ সাধক।

উপরিল্লিখিত, অষ্টসিদ্ধির এই আট ঐশ্বর্যের অনুপস্থিতি বোঝাতে অষ্টরম্ভা বাগধারার উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করেন। অষ্টরম্ভা মানে আটটি রম্ভা বা কলা। আরও পরিষ্কার করে বললে, অষ্টরম্ভা বলতে অষ্টসিদ্ধির কোনওটিই যদি কোনও সাধক লাভ না করতে পারেন, সেই অবস্থাকে বোঝায়। অর্থাৎ কিছুই নয় বা সোজা কথায় একেবারে শূন্য। অর্থাৎ পুরোপুরি ফাঁকি।