Job Vacancy: লেখালিখির ঝোঁক রয়েছে? সরকার অধীনস্থ সংস্থায় রয়েছে কাজের সুযোগ! কী ভাবে করবেন আবেদন?

Job Vacancy: সমাজমাধ্যমের জন্য লিখতে হবে কনটেন্ট। জানা গিয়েছে প্রথমে চুক্তির ভিত্তিত কাজ করতে হবে। আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতক স্তরের পড়াশোনা শেষ করতে হবে।

Job Vacancy: লেখালিখির ঝোঁক রয়েছে? সরকার অধীনস্থ সংস্থায় রয়েছে কাজের সুযোগ! কী ভাবে করবেন আবেদন?

Apr 08, 2025 | 8:58 PM

কেউ যেমন বই পড়তে ভালবাসেন, তেমনই অনেকেই লিখতে ভালবাসেন। সেটাকেই নিজের পেশা করে এগিয়ে যেতে চান। আপনারও কি লেখালিখির কাজ করতে ভালবাসেন? তাহলে সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা। ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন দিচ্ছে কাজের সুযোগ। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র।

সমাজমাধ্যমের জন্য লিখতে হবে কনটেন্ট। জানা গিয়েছে প্রথমে চুক্তির ভিত্তিত কাজ করতে হবে। আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতক স্তরের পড়াশোনা শেষ করতে হবে। কিংবা কোনও বিষয়ে ডিপ্লোমা হলেও চলবে। কনটেন্ট রাইটার হিসাবে তিন থেকে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বিস্তারিত জানতে দেখে নিতে পারেন মূল বিজ্ঞপ্তিটি।

কী ভাবে করবেন আবেদন?

প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘হোমপেজ’ এ গিয়ে ‘কেরিয়ার’ অপশন বেছে নিন। সেখান থেকেই দেখতে পাবেন সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুসারে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটটি দেখতে পারেন।