Weight Loss Tips: খাওয়ার আগে এই অভ্যাস মেদ কমাতে দারুণ কার্যকরী

কিন্তু ওজন কমানোর সময় পরিমিত খাবার খাওয়া এবং শরীরচর্চার পাশাপাশি বেশ কিছু টোটকা মানা প্রয়োজন। এই সব টিপস মেনে চললে ওজন কমানো তুলনায় সহজ হয়ে যায়। যার মধ্যে অন্যতম হল খাওয়ার আগের কিছু অভ্যাস।

Weight Loss Tips: খাওয়ার আগে এই অভ্যাস মেদ কমাতে দারুণ কার্যকরী
প্রতীকী ছবি

Jun 17, 2024 | 4:44 PM

ওজন কমাতে প্রাণপাত করলেও মেদ আর কমে না। তখন মানুষ হাল ছেড়ে দেয়। তার পর দেহের বিভিন্ন অংশে চর্বি জমার প্রবণতা বাড়তে থাকে। তখন ওজন কমানো আরও কঠিন হয়ে পড়ে। কিন্তু ওজন কমানোর সময় পরিমিত খাবার খাওয়া এবং শরীরচর্চার পাশাপাশি বেশ কিছু টোটকা মানা প্রয়োজন। এই সব টিপস মেনে চললে ওজন কমানো তুলনায় সহজ হয়ে যায়। যার মধ্যে অন্যতম হল খাওয়ার আগের কিছু অভ্যাস।

ভাত খেতে বসলে অনেকেই পরিমাণের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না। ফলে বেশি বেশি খাওয়া হয়ে যায়। এর জেরে ওজন কমানোর লক্ষ্য থেকে ভ্রষ্ট হতে হয়। কিন্তু খাবার আগে যদি জল খান তাহলে এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। খাবার আগে জল খেলে পেট অনেকটা ভর্তি থাকবে। তার জেরে ভাত খাওয়ার পরিমাণ কমবে। আবার খাবার খাওয়ার কিছুক্ষণ আগে স্যালাড খেতেও কম ভাত খেলেও অসুবিধা হবে না।

এর পাশাপাশি খেতে বসার আগে পরিকল্পনা করে নিন। কোন কোনও খাবার আজ খাবেন এবং সেই খাবার কী পরিমাণে খাবেন। খাবার টেবিলে বসে হাতের সামনে থাকলেও সব কিছু খাবেন না। তালিকা অনুযায়ীই খান। সেই সঙ্গে ভালো করে চিবিয়ে সময় নিয়ে খান। এতে হজম ভালো হবে। তাতে মেদ জমার সম্ভাবনা কমবে।