
মাথাভর্তি কালো চুলের মাঝে উঁকি দিচ্ছে একখানা সাদা চুল। একথা যখনই জানতে পারেন কেউ, ভ্রু যায় তার কুঁচকে। আজকাল অল্প বয়সেও অনেকের মাথায় সাদা চুল দেখা যায়। বরাবর বলা হয়, চুলে পাক ধরা মানে বয়স বাড়া, অভিজ্ঞতা বাড়া। তবে নানা কারণে চুলে পাক ধরে। অনেকের আবার ধারনা, একটা পাকা চুল যদি তুলে ফেলা হয়, তা হলে তার আশেপাশের চুলও পাকতে শুরু করবে। এটা কি আদৌ সত্যি, নাকি পুরোটাই ভ্রান্ত ধারনা?
বাড়ির বড়রা যদি দেখতে পান কেউ পাকা চুল তুলে ফেলছে, খুব বকাঝকা দেন। তাঁরা বলেন, একটা পাকা চুল তুললে তার পরিমাণ বেড়ে যাবে। কিন্তু এর বিজ্ঞানসম্মত কোনও ব্যখ্যা নেই। চুলের রং নির্ভর করে মেলানিন নামক রঞ্জক পদার্থের ওপর। বয়স বাড়া, বংশগত কারণ, স্ট্রেস, ভিটামিনের অভাব বা হরমোনজনিত সমস্যার কারণে মেলানিন উৎপাদন কমে গেলে চুল সাদা বা পাকা হয়ে যায়।
পাকা চুল টেনে তুললে চুলের গোড়া থেকে কোনওরকম রস বেরোয় না। আর একটা পাকা চুল টেনে তুললে আরও চুল পেকে যাবে, এমন কোনও প্রমাণও এখনও মেলেনি। চুলের রং কেমন হবে, তা যেহেতু নির্ভর করে ফলিকলের মেলানোসাইট কোষ থেকে উৎপাদিত মেলানিনের উপর, তাই মেলানিনের উৎপাদন কমলে চুল সাদা হয়। এর সঙ্গে একটি সাদা চুল তুলে মাথা ভর্তি পাকা চুল হওয়ার কোনও সম্পর্ক নেই।
তবে ক্ষতি কী হতে পারে?
বারবার পাকা চুল টেনে তুললে ফলিকল দুর্বল হয়ে যায়। ওই জায়গায় চুল পাতলা হতে পারে, এমনকি কখনও স্থায়ীভাবে চুল ওঠাও বন্ধ হয়ে যেতে পারে। মাথার ত্বকে সংক্রমণের ঝুঁকিও তৈরি হতে পারে। আসলে পাকা চুল টেনে তুললে চুল বাড়তি পাকে না, তবে এটা অভ্যাসে পরিণত করলে মাথার ত্বক ও চুল দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই টেনে না তুলে চুলে কালার করা, হেনা ব্যবহার করা বা হেয়ার কেয়ার রুটিনে পরিবর্তন আনা ভাল উপায়।