হেলমেট পরলেই কি চুল ঝরে? টাক পড়ার ভয় কতটা সত্যি, জানালেন বিশেষজ্ঞ
নিয়মিত হেলমেট পরার কারণে চুল পাতলা হয়ে যাচ্ছে কিংবা মাথার সামনের দিকের চুল কমে যাচ্ছে । বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই দুশ্চিন্তা প্রবল। কিন্তু হেলমেট পরা কি সত্যিই চুল পড়ার জন্য দায়ী? নাকি এটি নিছকই একটি ধারণা? এই বিষয়ে প্রকৃত তথ্য জানিয়েছেন বিশিষ্ট ত্বক বিশেষজ্ঞ ডঃ দীপালি ভরদ্বাজ।

রাস্তায় বেরোলে দুর্ঘটনা এড়াতে হেলমেট পরা যেমন জরুরি, তেমনই এটি এখন আইনিভাবে বাধ্যতামূলক। কিন্তু হেলমেটের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মনে এক নতুন আতঙ্ক বাসা বেঁধেছে। অনেকেরই ধারণা, নিয়মিত হেলমেট পরার কারণে চুল পাতলা হয়ে যাচ্ছে কিংবা মাথার সামনের দিকের চুল কমে যাচ্ছে । বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই দুশ্চিন্তা প্রবল। কিন্তু হেলমেট পরা কি সত্যিই চুল পড়ার জন্য দায়ী? নাকি এটি নিছকই একটি ধারণা? এই বিষয়ে প্রকৃত তথ্য জানিয়েছেন বিশিষ্ট ত্বক বিশেষজ্ঞ ডঃ দীপালি ভরদ্বাজ।
চুল পড়ার আসল কারণ কী?
চিকিৎসকের মতে, হেলমেট সরাসরি চুল পড়ার কারণ নয়। সমস্যা তখনই তৈরি হয় যখন চুল ঠিকমতো পরিষ্কার রাখা হয় না। হেলমেট পরে দীর্ঘক্ষণ বাইক চালালে মাথার ত্বকে ঘাম জমে। সেই ঘামের সঙ্গে রাস্তার ধুলোবালি মিশে চুলে খুশকি, ব্যাকটেরিয়া বা ছত্রাক সংক্রমণের (Fungal Infection) ঝুঁকি বাড়িয়ে দেয়। যদি কারও চুল ঘাড়ের থেকে বেশি লম্বা হয় এবং পরিষ্কার না রাখা হয়, তবেই চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে।
নিরাপত্তার স্বার্থে হেলমেট ত্যাগ করা সম্ভব নয়, তবে কিছু সতর্কতা অবলম্বন করলে চুল ভাল রাখা সম্ভব:
পরিচ্ছন্নতা বজায় রাখা: নিয়মিত চুল ধোয়া জরুরি। যাঁদের মাথায় খুশকি আছে, তাঁরা একদিন অন্তর অ্যান্টি-ড্যানড্রফ শ্যাম্পু এবং সাধারণ শ্যাম্পু মিলিয়ে ব্যবহার করুন। অতিরিক্ত গরমে সপ্তাহে অন্তত একবার অ্যান্টি-ড্যানড্রফ শ্যাম্পু ব্যবহার করা উচিত।
চিকিৎসক দীপালি ভরদ্বাজ জানাচ্ছেন, হেলমেট ব্যবহারের আগে চুলে তেল না লাগানোই ভালো। কারণ তেল থাকলে চুলে ধুলোবালি ও ব্যাকটেরিয়া বেশি আটকে যায়। চুল সেট করতে জেল ব্যবহার করা তুলনামূলক নিরাপদ।
কোনও হেয়ার কেয়ার প্রোডাক্ট বা সিরাম ব্যবহার করতে চাইলে তা রাতে লাগান এবং সকালে সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন।
বিশেষজ্ঞদের মতে, চুল ছোট এবং পরিষ্কার রাখলে হেলমেট পরার কারণে চুল ঝরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই বাইক চালানোর সময় চুল নিয়ে অহেতুক দুশ্চিন্তা না করে সঠিক নিয়ম মেনে হেলমেট পরা এবং চুলের স্বাস্থ্য বজায় রাখাই বুদ্ধিমানের কাজ।
