
ফাগুন হাওয়ায় বাঁধন-ছেড়া প্রাণ। অশোক-কিংশুকের রাঙা নেশায় সেজে উঠেছে প্রকৃতি। চারিদিকে এখন রঙের সমারোহ। লাল-হলুদ-কমলা-গোলাপি নানা রঙের ফুলে চারিদিক ভরে উঠেছে। গাছে এসেছে নতুন কচি পাতা। লাল মাটির দেশ এখন রাঙা পলাশে। বসন্ত প্রেমের ঋতু। প্রেমের বার্তা বয়ে আনার পাশাপাশি নস্ট্যালজিয়ার মাস এই বসন্ত। এক একঋতুতে প্রকৃতির রূপ থাকে এক একরকম। ক্যালেন্ডারের পাতায় শেষ মাস এই বসন্ত। আর মাত্র কয়েকদিন পরই হোলি। রঙিন আবিরে চারিদিক লাল হয়ে উঠবে। সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে আড্ডা, পার্টি, গটটুগেদার এসব তো থাকবেই। ফাল্গুণে বিয়েবাড়িও নেহাত কম থাকে না। আর তাই বসন্তে বাসন্তী হয়েই সাজুন। রং-বেরঙের শাড়িতে এই সময় দেখতে বেশ ভাল লাগে।
সম্প্রতি কমলা রঙের দারুণ একটি হ্যান্ডলুমের শাড়িতে দেখা দিলেন মনামী ঘোষ। বরাবরই মনামীর ফ্যাশন নজর কাড়ে সকলের। অনুরাগীদের জন্য নিনত্য নতুন ফ্যাশন করতে ভালবাসেন তিনি একথা আগেই জানিয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি মনামী নিজে একজন দক্ষ নৃত্যশিল্পী। সময় পেলেই বেরিয়ে পড়েন সোলো ট্রাভেলে। তবে বছর ঘুরে যায়, ক্যালেন্ডারে নতুন পাতা যুক্ত হয় তবুও মনামী ঘোষের বয়স বাড়ে না। এখনও সেই একুশের তরুণী মনামী। শরীরের কোথাও মেদের চিহ্নমাত্র নেই। যে কোনও পোশাকেই তাঁকে সুন্দর লাগে। এই শাড়ির সঙ্গে ম্যাচ করে দারুণ সুন্দর কমলা রঙের স্লিভলেস একটু ব্লাউজ পরেছেন। কানে অক্সিডাইজের ঝুমকো, হাতে চুড়ি কপালে ম্যাচিং টিপ সব নিয়ে অপূর্ব লাগছে মনামীকে।
বসন্ত দিনে এত সুন্দর ভাবে সাজতে পারেন আপনিও। পরনে দি আরামদায়ক এমন শাড়ি থাকে তাহলে আর অন্য মেকআপের প্রয়োজন পড়ে না। সামান্য লিপস্টিক, কাজলেই কাজ চলে যায়। আর কমলা রঙ সত্যিই ঝলমল করে এমন দিনে। আর তাই সুন্দর করে নিজেকে সাজিয়ে তুলতে ভুলবেন না। ফাগুনের মোহনায় এভাবেই নিজের গা ভাসিয়ে দিন। আপনাকে টেক্কা দেবে কার সাধ্যি…