ডায়াবেটিসের মধ্যেই এবার হবে মিষ্টিমুখ, ভয় কাটিয়ে পাতে রাখবেন কী-কী?

এমন পরিস্থিতিতে কী করবেন? মিষ্টি থেকে সম্পূর্ণ নিজেকে বঞ্চিত না করে পাতে রাখতে পারেন এই খাবারগুলো। যা খেলে রক্তে শর্করার পরিমাণ বাড়বে না এবং ইচ্ছেটাও পূরণ হবে।

ডায়াবেটিসের মধ্যেই এবার হবে মিষ্টিমুখ, ভয় কাটিয়ে পাতে রাখবেন কী-কী?

| Edited By: জয়িতা চন্দ্র

Apr 20, 2025 | 4:34 PM

ডায়াবেটিসে আক্রান্তদের জন্য সবচেয়ে বড় বাধা হল মিষ্টি খাওয়ার নিয়ন্ত্রণে রাখা। চিকিৎসকেরা বারবার সতর্ক করে থাকেন, মিষ্টি বা চিনি-যুক্ত খাবার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দিতে পারে। কিন্তু মন কি আর মানে! মাঝে মাঝে জেগে ওঠে মিষ্টি খাওয়ার প্রবল ইচ্ছে। এমন পরিস্থিতিতে কী করবেন? মিষ্টি থেকে সম্পূর্ণ নিজেকে বঞ্চিত না করে পাতে রাখতে পারেন এই খাবারগুলো। যা খেলে রক্তে শর্করার পরিমাণ বাড়বে না এবং ইচ্ছেটাও পূরণ হবে।

দিল্লির বিশিষ্ট চিকিৎসক কাওয়ালজিৎ সিং জানাচ্ছেন, ডায়াবেটিস রোগীরা সীমিত পরিমাণে আপেল, নাশপাতি, স্ট্রবেরি ও আঙুরের মতো কম চিনিযুক্ত মিষ্টি ফল খেতে পারেন। এছাড়া স্বল্প মাত্রায় মধু, খেজুর বা স্টিভিয়ার মতো খাবার খাওয়া যেতে পারে। পাশাপাশি বাদাম, টকদই বা গ্রিক ইয়োগার্ট জাতীয় প্রোটিন-সমৃদ্ধ খাবারও মিষ্টির বিকল্প হিসেবে খুব ভাল কাজ করে। যাঁরা একটু ভিন্ন স্বাদের কিছু খেতে চান, তাঁরা চেষ্টা করতে পারেন অ্যাভোকাডো চকোলেট মুস, চিয়া সিড পুডিং বা সুগার-ফ্রি কলা পাউরুটির মতো স্বাস্থ্যকর খাবার খেতে।

তবে সবচেয়ে জরুরি বিষয় হল পরিমিত খাওয়া। মিষ্টি বা ফল খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটি ডায়েট চার্ট তৈরি করে নেওয়া উচিত। রক্তে শর্করার মাত্রা নিয়মিত পরীক্ষা করা। হালকা ব্যায়াম কিংবা দিনে অন্তত ৪০ মিনিট হাঁটা— এই অভ্যাসগুলো মিষ্টি কম খাওয়ার পাশাপাশি সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই ডায়াবেটিসে থাকলেও সতর্কভাবে খান, কিন্তু মিষ্টি খাওয়ার ইচ্ছেকে একেবারে মেরে ফেলতে হবে— এমনটা ভাবার কোনও কারণ নেই।