
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজোর তোড়জোড়। আর তাই তার আগে নিজের ত্বককেও করে তুলতে হবে জেল্লাদার, দাগহীন। রোজকার দূষণ, অবহেলা, কাজের চাপ, মানসিক উদ্বেগের যে প্রভাব ত্বকে, চোখে মুখে পড়ে তা এবার কাটায়ি ফেলতেই হবে। কারণ কেবল তো দুর্গা পুজো তো আর নয়, তার আগেও আছে নানা অনুষ্ঠান। তাই এই প্রতিবেদনে রইল তেমনই ৩ টিপস।
১) অ্যালো ভেরা এবং মধুর ব্যবহার – অ্যালো ভেরা এবং মধু অনেকের বাড়িতেই থাকে। বিশেষ করে তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে অ্যালো ভেরা এবং মধু দারুণ উপকারী। প্রথমে খানিকটা অ্যালো ভেরা ত্বকে ভাল করে মেখে নিন। কিছু ক্ষণ ধুয়ে তার পর মাখুন মধু। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। ত্বক ঝকঝকে হয়ে উঠবে নিমেষে।
২) বেসন, দুধ এবং মধু – টান টান ত্বক সবচেয়ে বেশি নজরকাড়ে। বেসন, দুধ এবং মধু অল্প সময়ে ত্বকে টান টান ভাব আনবে। ৩ চামচ বেসন, কয়েক চামচ দুধ এবং ২ চামচ মধু মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। প্যাকটি লাগানোর ১৫-২০ মিনিট অপেক্ষা করার পর ধুয়ে ফেলুন। ত্বক হবে জেল্লাদার।
৩) অ্যালো ভেরা, চিনি, মধু – চিনি মাখলে কিন্তু বেশ সুফল পাওয়া যায়। ভাল স্ক্রাবার। অ্যালো ভেরা, চিনি এবং মধু একসঙ্গে মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। তার পর সেটি ত্বকে মেখে হালকা হাতে ঘষতে থাকুন। এতে ত্বকের মরা কোষ দূর হয়ে যাবে। ত্বক ভিতর থেকে সতেজ এবং প্রাণবন্ত হয়ে উঠবে।