সারাক্ষণ টাইট পোশাক পড়েন? আসলে নিজেকে লুজ করছেন না তো?
টাইট পোশাকে বেশি ক্ষতি মহিলাদের। গাইনোকোলজিস্টরা বলছেন, অতিরিক্ত টাইট জিন্স বা অন্তর্বাস মহিলাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI) ও ইস্ট ইনফেকশনের ঝুঁকি বাড়ায়। কারণ, টাইট পোশাকে হাওয়া চলাচল করতে পারে না। বিভিন্ন স্বাস্থ্য সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যারা নিয়মিত টাইট পোশাক পরেন, তাঁদের মধ্যে অনেকেই এই ধরনের সমস্যার শিকার।

অনেকেই নিজেদের ওয়াড্রব ভরিয়ে রাখেন টাইট পোশাকে। যেকোনও সময়তেই বডি হাগিং পোশাক ছাড়া চলে না অনেকেরই । স্কিনি জিন্স, টাইট লেগিংস, বডি-হাগিং ড্রেস পরলেই আত্মবিশ্বাস বেড়ে যায় বলে মনে করেন অনেকেই। কিন্তু চিকিৎসক ও গবেষকদের একাংশ বলছেন, এই ফ্যাশনের আড়ালে অজান্তেই শরীরের উপর নীরব নির্যাতন চলছে।
কী কী ক্ষতি হচ্ছে টাইট পোশাক পড়লে?
অতিরিক্ত টাইট পোশাক শরীরের বেশ কিছু অংশে চাপ পড়ে। বিশেষ করে কোমর, উরু ও তলপেটে দীর্ঘক্ষণ চাপ পড়লে রক্ত সঞ্চালনে বাধা পড়ে। বিভিন্ন মেডিক্যাল জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গিয়েছে, দীর্ঘ সময় স্কিনি জিন্স বা টাইট ট্রাউজার পরলে পায়ে ঝিনঝিনে ভাব, অসাড়তা এমনকি স্নায়ুর সমস্যা পর্যন্ত হতে পারে।
অতিরিক্ত টাইট পোশাক ত্বকেরও বড় শত্রু। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, টাইট পোশাক ত্বকের সঙ্গে ঘষা খায় যার থেকে ফাঙ্গাল ইনফেকশন, র্যাশ, ব্রণ ও চুলকানির ঝুঁকি বাড়ে। বিশেষ করে গরমে ও আর্দ্র আবহাওয়ায় শরীরের ঘাম বেরোতে না পারলে ফাঙ্গাল ইনফেকশনের সম্ভাবনা বেশি। একাধিক গবেষণায় প্রমাণ মিলেছে, টাইট সিন্থেটিক পোশাক দীর্ঘ সময় পরলে স্কিন ইনফেকশনের সম্ভাবনা রয়েছে।
টাইট পোশাকে বেশি ক্ষতি মহিলাদের। গাইনোকোলজিস্টরা বলছেন, অতিরিক্ত টাইট জিন্স বা অন্তর্বাস মহিলাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI) ও ইস্ট ইনফেকশনের ঝুঁকি বাড়ায়। কারণ, টাইট পোশাকে হাওয়া চলাচল করতে পারে না। বিভিন্ন স্বাস্থ্য সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যারা নিয়মিত টাইট পোশাক পরেন, তাঁদের মধ্যে অনেকেই এই ধরনের সমস্যার শিকার।
শুধু বাইরেই নয় টাইট জামার প্রভাব পড়ে শরীরের ভিতরেও । গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের মতে, খুব আঁটসাঁট জামা বা জিন্স পেট ও কোমরে চাপ সৃষ্টি করে অ্যাসিড রিফ্লাক্স, গ্যাস, বুকজ্বালা ও বদহজমের সমস্যা বাড়াতে পারে। বিশেষ করে খাওয়ার পর টাইট পোশাক পড়লে বিপদের সমস্যা আরও বেশি।
শুধু কী মহিলাদেরই বিপদ?
চিকিৎসকরা বলছেন পুরুষদেরও বিপদে ফেলছে টাইট পোশাক। পুরুষদের ক্ষেত্রেও টাইট আন্ডারওয়্যার বা জিন্স দীর্ঘ সময় পরলে তাপমাত্রা বেড়ে স্পার্ম কাউন্ট কমতে পারে বলছে কিছু গবেষণা তথ্য। যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত নন চিকিৎসকরা। গবেষণা চলছে এখনও।
তাহলে কি পরবেন না টাইট পোশাক?
চিকিৎসকরা বলছেন, খুব টাইট পোশাক সারাদিন না পরে মাঝে মাঝে ঢিলেঢালা পোশাক বেছে নিন, সুতির বা হালকা ধরণের কাপড় পড়ুন, দীর্ঘ সময় বসে কাজ করলে টাইট পোশাক এড়িয়ে চলুন, স্কিনে সমস্যা হলে দ্রুত পোশাকের ধরন বদলান।
ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চলার আগে একবার ভাবুন, নিজের বিপদ ঘটাচ্ছেন না তো অজান্তেই?
