২০১৮ সালে ধড়ক সিনেমা দিয়ে আত্মপ্রকাশের পর থেকেই জাহ্ণবী কাপুর এখন উঠতি নায়িদের মধ্যে অন্যতম ফ্যাশনিস্তা ও নতুন প্রজন্মের কাছে স্টাইলের আইকনে পরিণত হয়েছেন। পশ্চিমী পোশাকের তুলনায় ভারতীয় পোশাকে জাহ্ণবী সবচেয়ে বেশি নজর কেড়েছেন। ফ্লিলস থেকে টাসেল, প্যাস্টেল থেকে বোল্ড, শাড়ি থেকে লেহেঙ্গা সবতেই সকলকে অবাক করেছেন জাহ্ণবী।
বিশেষ করে লেহেঙ্গায় অভিনবত্ব এনে নানা সময় তিনি ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। সেইরকমই সেরা ৫টি লেহেঙ্গা দেখুন এখানে…
১. বোহেমিয়ানের সঙ্গে ভারতীয় ঐতিহ্যবাহী লুক। ক্রপড, স্লিভলেস ব্লাউজে স্ট্রাকচারড ফ্লেয়ার্ড লেহেঙ্গার সঙ্গে মাল্টি-হিউড সিকোয়েন্সে লেহেঙ্গাটিতে জাহ্ণবী যে অনন্য তা বলার অপেক্ষা রাখে না। মেকআপের জন্য মিলিম্যাল মেকআপ, গোলাপী লিপ শেড আর হাইলাইটারেরই কাজ সেরেছেন তিনি।
২.মাল্টি-হিউড জটিল ও সূক্ষ্ম প্রিন্টের ও ফুলের মোটিফ দেওয়া উজ্জ্বল ও সুন্দর লেহেঙ্গায় তিলোত্তমা মাল্টি-হিউড জটিল ও সূক্ষ্ম প্রিন্টের ও ফুলের মোটিফ জাহ্ণবী। স্লিভলেশ প্ল্যাঞ্জিং নেকলাইন চোলির সঙ্গে ফুলের নকসা বেশ মানানসই। রুপোলী মাং টিকা, কানের দুল, আংটির পাশাপাশি মেকআপে ছিল স্নিগ্ধতার ছোঁয়া। কালো আইলাইনার, গোলাপী লিপ শেড, হাইলাইটারে সেজেছিলেন শ্রীদেবী-কন্যা।
৩. সম্প্রতি একটি ফটোশ্যুটের জন্য একটি লাল-রঙের লেহেঙ্গা বেছেনিয়েছিলেন জাহ্ণবী কাপুর। সিকুইন, পুঁতির কাজ করা লাল লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং দোপাট্টাও নিয়েছিলেন বনি-কন্যা। সঙ্গে হিরের কানের দুল, সাধারণ একচি আংটি, ন্যুড লিপস্টিক, ক্লাসিক ক্যাট আই মেকআপ আর হাইলাইটারেই জাহ্ণবীর লুক ছিল অসাধারণ।
৪. একটি ফটোশ্যুটের জন্য নীল রঙের লেহেঙ্গাকে বেছে নিয়েছিলেন বলিউডের অন্যতম উঠতি তারকা অভিনেত্রী। ঝলমলে স্প্যাগটি-স্ট্র্যাপ ব্লাউজের সঙ্গে নীল রঙের লেহেঙ্গা স্কার্ট। সঙ্গে অবশ্যই দোপাট্টা নিয়েছেন এই স্টার-কিড। সাজসজ্জাতেও ছিল সাধারণের ছোঁয়া। রুপোর কানের দুল. কাজল. মাসকারা ও ন্যুড লিপস্টিক- এই ছিল জাহ্ণবীর মেকাআপের রহস্য।
আরও পড়ুন: Deepika Padukone: লেটেস্ট ফটোশ্যুটে প্রিন্টেড শোয়েটারে ফের নজর কাড়লেন দীপিকা পাড়ুকোণ!