Kiara Advani’s Wedding Look: কিয়ারার লেহঙ্গা ছুঁয়ে গেল সুদূর রোম সাম্রাজ্যকে, পোশাক জুড়ে ভালবাসার পদাবলী

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Feb 10, 2023 | 12:11 PM

Kiara Advani And Sidharth Malhotra Wedding: কাস্টম ওমব্রে লেহঙ্গায় সেজেছিলেন কিয়ারা। লেহঙ্গা জুড়ে রোম স্থাপত্যকীর্তির ইতিহাস এমব্রয়ডারি করা হয়েছে

Kiara Advanis Wedding Look: কিয়ারার লেহঙ্গা ছুঁয়ে গেল সুদূর রোম সাম্রাজ্যকে, পোশাক জুড়ে ভালবাসার পদাবলী
রূপকথার বিয়ে...

Follow Us

প্রেমের গুঞ্জন অনেকদিন ধরে থাকলেও দুজনে কোনওদিনই বিষয়টি নিয়ে তেমন মুখ খোলেননি। শুধু তাই নয়, বিয়ের খবরও কানাঘুঁষো শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। কিন্তু বিয়েটা ঠিক কবে সেই নিয়ে ছিল বেশ ধোঁয়াশা। তবে কিছুদিন আগে মনীশ মালহোত্রার বাড়িতে কিয়ারাকে দেখে সকলেই ধরে নিয়েছিলেন যে এই ফেব্রুয়ারিতেই বসছে বিয়ের আসর। মঙ্গলবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়াতে জল্পনা ছিল তুঙ্গে। জয়সলমেরের একটি প্রাসাদে বসেছিল বিয়ের আসর। বিকেল হতেই মিলল সুখবর। বিয়ের আসর শেষে একে একে অতিথিরা বিদায় নিলেও তখনও দেখা মেলেনি নবদম্পতির। বেশ রাতের দিকেই সোশ্যাল মিডিয়াতে নিজেদের বিয়ের ছবি পোস্ট করলেন কিয়ারা আডবানী-সিদ্ধার্থ মালহোত্রা। ক্যাপশনে লিখনেন- ‘আমাদের স্থায়ী বুকিং হয়ে গেল। আপনাদের সকলের ভালবাসা, আর্শীবাদ চাই’।

কিয়ারা আর সিদ্ধার্থ- দুজনেরই বিয়ের জন্য পোশাক বানিয়েছেন বন্ধু ডিজাইনার মনীশ মালহোত্রা। মঙ্গলবার সকালে বিবাহের আসর বসে জয়সলমেরের সূর্যগড় প্যালেসে। এর আগে থেকে অবশ্য ভাইরাল হতে শুরু করে সিদ্ধার্থ-কিয়ারার হলদি আর মেহেন্দির ছবি। তবে লেঙ্গার সাজে অপরূপ লাগছিল কিয়ারাকে। ঠিক যেন রূপকথার রাজকন্যা, যেমন হয়ে থাকে বি-টাউনের সেলেবদের বিবাহ বাসর। কিয়ারার বিয়ের পোশাকেও সেই প্যাস্টেল শেডের ছোঁয়া রাখলেন মনীশ। কাস্টম ওমব্রে লেহঙ্গায় সেজেছিলেন কিয়ারা। লেহঙ্গা জুড়ে রোম স্থাপত্যকীর্তির ইতিহাস এমব্রয়ডারি করা হয়েছে। কপোত-কপোতীয় ভালবাসার জায়গা হল রোম। আর সেকথা জানতে পেরেই এমব্রয়ডারিতে তা ফুটিয়ে তোলার সিদ্ধান্ত নেন তিনি।  কিয়ারার লেহঙ্গার রং ঠিক যেন বিলেতি গোলাপের মত (British Rose)। পুরো লেহঙ্গায় ব্যবহার করা হয়েছে swarvoski ক্রিস্টাল। রোমের ভালবাসার গল্পই তাঁর সিগনেচার স্টাইলের মাধ্যমে কিয়ারার লেহঙ্গাতে তুলে ধরেছেন মনীশ মালহোত্রা।

লেহঙ্গার সঙ্গে ম্যাচ করে মনীশ মালহোত্রার কালেকশন থেকেই হিরের গয়না বেছে নিয়েছেন কিয়ারা। আলট্রা-ফাইন হ্যান্ডকাট ডায়মন্ড দিয়েই বানানো হয়েছে বিশেষ এই গয়না। লেহঙ্গার সঙ্গে সাযুজ্য রেখে বানানো হয়েছে কিয়ারার জন্য বিশেষ নেকলেস, স্টাড ইয়াররিং, মাঙ্গটিকা, হাতফুল সব। ব্যবহার করা হয়েছে জাম্বিয়ান পান্না।

সিদ্ধার্থের জন্যেও মেটালিক গোল্ড টাচে শেরওয়ানি বানিয়েছেন মনীশ মালহোত্রা। বেশ একটা রয়্যাল চাট রয়েছে তার মধ্যে। সোনালী জারদৌসির কাজ, আইভরি থ্রেডওয়ার্ক, হ্যান্ডওয়ার্কে রাজপুতের মতই চকচক করছিলেন সিদ্ধার্থ। সিদ্ধার্থের সাজ আরও বেশি খোলে মনীশ মালহোত্রার পলকি গয়নার জন্য। শেরওয়ানি জুড়ে ছিল আনকাট ডায়মন্ডের কাজ। রাজবেশেই রাজকীয় ভাবে রাজস্থানে গোধূলি বেলায় বিবাহ সম্পন্ন হল সিদ্ধার্থ কিয়ারার। হালকা মেকআপ, জুঁইয়ের মালায় দারুণ দেখাচ্ছিল কিয়ারাকে। কপালে ছোট্ট লাল টিপ,  গাঢ় লাল রঙের টিকাপ রোজে খোঁপায় গেঁথেছিলেন ভালবাসা। কিয়ারা এই বিশেষ সাজ বলিউডের অন্য সেলেবদের মতই নিঃসন্দেহে প্রশংসনীয়।

Next Article