গরমে সাজগোজের কথা ভাবলেই মনে যে একটু ভয় আসে না, তা কিন্তু নয়। এই চ্যাচপ্যাচে গরমে শাড়ি, গয়না,ভারী মেকআপে সাজতে কেউ মোটেই চান না। কিন্তু অনুষ্ঠান, উৎবস বা পার্টির দিনে একটু তো সাজজগোজ করতেই হবে। দীর্ঘ দুবছর লকডাউনের পর আবারও সব ফিরতে শুরু করেছে নতুন ছন্দে। অফিস, স্কুলে নিয়মিত যেতে হচ্ছে সকলেই। দীর্ঘদিন বাড়িতে থাকার ফলে বাইরে যাওয়ার অভ্যাসেও কিন্তু ছেদ পড়েছে। আলমারিতে তুলে রাখা জামাকাপড় গায়ে আঁটছেনা বলে মন খারাপ? তবে এবার আর চিন্তা নেই। এই গরমেই নতুন করে সাজিয়ে তুলুন নিজেকে। তবে আহামরি কোনও সাজ নয়। বরং সাধারণ পোশাক আর নো মেকআপ লুকেই নজর কাড়ুন সকলের। সুতির বাহারি পোশাক, সানগ্লাস ছাড়া গরমের দিন ভাবাই যায় না। কীভাবে সাজবেন এই গরমের দিনে- রইল দারুণ কিছু টিপস।
ক্রপ টপস ও প্রিন্টেড প্ল্যান্ট- প্রিন্টেড প্যান্ট আজকাল ভীষণ জনপ্রিয়। কমবয়সি থেকে মধ্যবয়স্কা সকলেই এখন এই প্যান্ট বেশ পছন্দ করছেন। গরমের জিনে জিনস বা লেগিংস পরা যায় না। তুলনায় এই সব প্যান্ট ভীষণ রকম আরামদায়ক। এই সব প্যান্টের সঙ্গে ক্রপ টপ কিন্তু দেখতেও বেশ ভাল লাগে। কিংবা স্ট্র্যাপি টপও পরতে পারেন।
পালাজো- গরমের দিনে এই একটি পোশাকে খুশি ৮-৮০। আজকালকার দিনে পোশাকের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল আরাম। পালাজো প্যান্টে যে আরাম পাওয়া যায় তা আর অন্য কোনও পোশাকে পাওয়া যায় না। তাই ট্যাংক টপ, স্ট্র্যাপি নুডলস টপ বা পছন্দের কোনও শর্ট শার্ট দিয়ে পালাজো পরতে পারেন। অনেকে শর্ট কুর্তি দিয়েও পরেন।
হোয়াইট শার্ট, কটন শাড়ি- গরমের দিনে যে কোনও সাদা পোশাকই কিন্তু দেখতে ভাল লাগে। সেই সঙ্গে আরামদায়কও। যে কোনও জাঙ্ক জুয়েলারি দিয়ে ভাল ফ্যাশনও করা যায়। হোয়াইট শার্ট, হোয়াইট কটন শাড়ি আর পছন্দের জাঙ্ক জুয়েলারিতে দেখতে বেশ লাগে। এছাড়াও গরমের দিনে কটন হ্যান্ডলুমের শাড়ি যেমন আরামদায়ক তেমনই কিন্তু ফ্যাশনেবলও।
ফ্লোরাল ড্রেস- গরমের দিনে ফ্লোরাল জামা দেখতে খুব ভাল লাগে। তেমনই পরেও আরাম। আর তাই ফ্লোরাল শার্ট কিংবা শাড়ি রাখতেই পারেন ওয়ার্ড্রোবে। ভি নেকের সঙ্গে এই প্রিন্ট দেখতে বেশি ভাল।
ক্রপ টপ ও ডেনিম শর্টস- ক্রপ টপের সঙ্গে ডেনিমও কিন্তু দেখতে ভাল লাগে। পিংক, অরেঞ্জ, ফুশিয়া পিংক, লেমন ইয়ালো এসব গরমের দিনে পরে যেমন আরাম তেমনই কিন্তু চোখেরও আরাম হয়। তার সঙ্গে ডেনিমের শর্টসও দিব্য লাগে।
শর্ট ড্রেস- সুতির শর্ট ড্রেস তো আছেই। শর্ট ড্রেসে যেমন স্বচ্ছন্দ্য হওয়া যায় তেমনই কিন্তু যখন যেখানে খুশি বেরিয়েও যাওয়া যায়। আর তাই এই ড্রেস রোজকার তালিকায় রাখতে একেবারেই ভুলবেন না।